ঢাকা: ব্রাজিলের দলের সহকারী কোচের প্রস্তাব পেয়েছিলেন জাভি হার্নান্দেজ। প্রস্তাবটা পছন্দ হয়নি স্প্যানিশ কিংবদন্তির। ২০২২ কাতার বিশ্বকাপে তিতের সহকারী কোচের প্রস্তাব পেয়ে কিছুটা বিস্মিতও হয়েছেন জাভি।
ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জেতার পাশাপাশি ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জিতিয়েছেন জাভি। ফুটবলকে বিদায় জানানোর পর নাম লিখিয়েছেন কোচিং ক্যারিয়ারে। সাফল্য পেয়েছেন সেখানেও। স্পেনের বিশ্বকাপ জয়ী জাভি কোচ হিসেবে অল্পদিনেই নিজের জাত চিনিয়েছেন। কাতারের ক্লাব আল সাদকে গত মৌসুমেও করেছেন অপরাজিত চ্যাম্পিয়ন। আল–সাদের সঙ্গে চুক্তির মেয়াদও বাড়িয়েছেন ২০২৩ পর্যন্ত। ২০১৯ সাল থেকে ক্লাবটির কোচের দায়িত্বে আছেন জাভি। কোচের দায়িত্ব পাওয়ার আগে এই ক্লাবে খেলেছেন পাঁচ বছর। ২০১৫ সালে বার্সেলোনা ছাড়ার পর যোগ দিয়েছিলেন আল সাদে।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে ভিন্ন কথা। তারা বলেছেন, ‘সহকারী কোচ হওয়ার ব্যাপারে জাভির আগ্রহ থাকলেও বিষয়টি নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে। আর্থিক বিষয় ও চুক্তির ব্যাপারে বিস্তারিত আলাপ হয়নি।’
শুধু ব্রাজিলই নয়, বরুসিয়া ডর্টমুন্ডও কোচ হিসেবে চেয়েছিল জাভিকে। ওই প্রস্তাবও না কি ফিরিয়ে দিয়েছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে