
ঢাকা: আজ রাতে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরু হতেই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচবে তো এবার? শিরোপার ভাবনা তো আছেই, লিওনেল মেসিদের ভাবতে হচ্ছে করোনা নিয়েও। ম্যাচ শুরুর আগে সেই করোনার ভয়ের কথাই জানিয়েছেন মেসি।
টুর্নামেন্ট মাঠে গড়ালেও করোনার শঙ্কা এখনো কাটেনি। করোনার হানায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড়দের পায়নি ভেনেজুয়েলা। করোনা সমস্যা আছে বলিভিয়া-কলম্বিয়া দলেও। করোনা আতঙ্কিত করছে মেসিকেও। ‘করোনার ভয় নিয়ে খেলা কঠিন। আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সহজ নয়’-বলেছেন মেসি।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সবাইকে টিকা নেওয়ার কথা জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল। তবে টিকায় খুব একটা আস্থা নেই মেসির। এই আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে এটা শুধু আমাদের সতর্কতার ওপর নির্ভর করে না।’ সব ধরনের সুরক্ষাবলয়ের ভেতর থাকার পরও এর মধ্যে ভেনেজুয়েলার আটজন আর বলিভিয়ার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভয়টাই মেসিকে ভাবিয়ে তুলেছে।
আর্জেন্টিনার হয়ে একটা অধরা শিরোপা নিয়েও কথা বলেছেন মেসি। ক্লাবের সাফল্যটা এবার দেশের হয়ে মেলে ধরতে চান ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। কোপাকে তাই পাখির চোখ করছেন মেসি, ‘আগেও বলেছি, দেশের হয়ে একটা শিরোপা জেতা আমার সব সময়ের স্বপ্ন। কয়েকবার খুব কাছে গিয়েও ফিরে এসেছি। ক্লাব আর ব্যক্তিগত শিরোপার পাশে আর্জেন্টিনার হয়ে একটা শিরোপা রাখতে চাই। যত দিন না পারব, আমি চেষ্টা করে যাব।’

ঢাকা: আজ রাতে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরু হতেই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচবে তো এবার? শিরোপার ভাবনা তো আছেই, লিওনেল মেসিদের ভাবতে হচ্ছে করোনা নিয়েও। ম্যাচ শুরুর আগে সেই করোনার ভয়ের কথাই জানিয়েছেন মেসি।
টুর্নামেন্ট মাঠে গড়ালেও করোনার শঙ্কা এখনো কাটেনি। করোনার হানায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড়দের পায়নি ভেনেজুয়েলা। করোনা সমস্যা আছে বলিভিয়া-কলম্বিয়া দলেও। করোনা আতঙ্কিত করছে মেসিকেও। ‘করোনার ভয় নিয়ে খেলা কঠিন। আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সহজ নয়’-বলেছেন মেসি।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সবাইকে টিকা নেওয়ার কথা জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল। তবে টিকায় খুব একটা আস্থা নেই মেসির। এই আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে এটা শুধু আমাদের সতর্কতার ওপর নির্ভর করে না।’ সব ধরনের সুরক্ষাবলয়ের ভেতর থাকার পরও এর মধ্যে ভেনেজুয়েলার আটজন আর বলিভিয়ার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভয়টাই মেসিকে ভাবিয়ে তুলেছে।
আর্জেন্টিনার হয়ে একটা অধরা শিরোপা নিয়েও কথা বলেছেন মেসি। ক্লাবের সাফল্যটা এবার দেশের হয়ে মেলে ধরতে চান ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। কোপাকে তাই পাখির চোখ করছেন মেসি, ‘আগেও বলেছি, দেশের হয়ে একটা শিরোপা জেতা আমার সব সময়ের স্বপ্ন। কয়েকবার খুব কাছে গিয়েও ফিরে এসেছি। ক্লাব আর ব্যক্তিগত শিরোপার পাশে আর্জেন্টিনার হয়ে একটা শিরোপা রাখতে চাই। যত দিন না পারব, আমি চেষ্টা করে যাব।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে