বার্সেলোনার সঙ্গে শীর্ষে ওঠার লড়াই করেও গত মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি রিয়াল মাদ্রিদ। এবার পয়েন্ট তালিকায় রিয়ালের পেছনেই রয়েছে বার্সা। জিরোনার সঙ্গে শীর্ষে ওঠার লড়াইয়ে সমানে সমানে খেলছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে গত রাতে উড়িয়ে দিয়েছে রিয়াল। কোচ কার্লো আনচেলত্তির কাছে এটাই রিয়ালের সেরা পারফরম্যান্স।
সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে গতকাল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এমনিতেও এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে আনচেলত্তির দল। ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট করেছিল রিয়াল। আর ৪৪ শতাংশ বল দখলে রেখে ভ্যালেন্সিয়া ৪টি শট করেছে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর, যেখানে শুরুতে দানি কারভাহালের গোলে ৩ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে প্রথম ১৫ মিনিটের মধ্যে দুবার গোল হজম করতে করতেও বেঁচে যায় আনচেলত্তির দল। এরপর বাকিটা সময় দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘এটাই কি সেরা পারফরম্যান্স? কারণ ভ্যালেন্সিয়া তাদের সেরাটা দিতে পারেনি। আমরা দারুণ খেলেছি। প্রথম ১৫ মিনিটে আমরা রক্ষণভাগে আরও একটু ভালো খেলতে পারতাম। তবে এরপর থেকে দারুণ খেলেছি।’
প্রথমে দানি কারভাহালের পর বাকি ৪ গোল ভাগাভাগি করে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। ভিনি, রদ্রিগো দুজনেই দুটি করে গোল করেছেন। ভিনির দুটি গোলেই অ্যাসিস্ট করেন রদ্রিগো। চলতি মৌসুমে রদ্রিগো সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচে করেছেন ৫ গোল ও ৪টিতে অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে ভিনি ১৩ ম্যাচে করেছেন ৬ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ভিনি, রদ্রিগোর প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও রদ্রিগো দুজনেই দারুণ খেলেছে। কাউকে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর বিচার করতে চাই না। তবে দল হিসেবে আমরা দারুণ খেলেছি।’

এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২২ মিনিট আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
১ ঘণ্টা আগে
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
২ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় পরশু ক্রিস ওকস ছক্কা মারার পরই কেঁদে ফেলেছিলেন ফাহিম আল চৌধুরী। ২৪ ঘণ্টা না যেতেই একই মাঠে ফের কাঁদলেন ফাহিম। তবে দুটি ঘটনার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। পরশু সিলেটের জয়ের খুশিতে কাঁদলেও কাল কেঁদেছিলেন দলের বিদায়ে। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুললেন সিল
২ ঘণ্টা আগে