Ajker Patrika

আবারও রিয়ালের ঘুরে দাঁড়ানোর গল্প

ক্রীড়া ডেস্ক    
গোলের পর বেলিংহামের উদ্‌যাপন। ছবি: এএফপি
গোলের পর বেলিংহামের উদ্‌যাপন। ছবি: এএফপি

হারের শঙ্কা প্রায় জেগে উঠল, ম্যাচের নির্ধারিত সময় শেষ হতে কয়েক মিনিটের অপেক্ষা। ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। ঠিক তখনই যেন রক্তে মিশে থাকা ঘুরে দাঁড়ানোর সেই ঐতিহ্য মনে পড়ল লস ব্লাঙ্কোসদের। ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল। আর্লিং হালান্ডের জোড়া গোলের পর রিয়ালের পক্ষে লক্ষ্যভেদ করেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহাম। যোগ করা সময়ে জয় নিশ্চিত করা গোলটি করেন বেলিংহামই।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যানসিটিকে প্রথম লেগে হারিয়ে শেষ ষোলোয় যাওয়ার কাজটা মোটামুটি এগিয়ে রাখল রিয়াল। নিজেদের মাঠে ফিরতে লেগে কোনো অঘটনা না ঘটলে কার্লো আনচেলত্তির দল শেষ ষোলোয় যাওয়ার দারুণ সম্ভাবনাই রইল। গতকাল রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ১৯ মিনিটে গোলমুখ খোলেন নরওয়েজীয় তারকা হালান্ড। বুক দিয়ে বল নামিয়ে তার কাছে পাঠান গভারদিওল। নিচু ভলিতে দূরের কোনা দিয়ে লক্ষ্যভেদ করেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। অফসাইডের আশঙ্কায় গোলটি ভিএআরে চার মিনিট চেকের পর সিটির পক্ষে রায় দেন রেফারি।

প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে, তবে জালের দেখা পাননি কেউ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সমতায় ফেরে রিয়াল। ফ্রি কিকে বল অন্য খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে জালে বল জড়িয়ে দেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে।

৮০ মিনিটে হালান্ড পেনাল্টি থেকে ম্যানসিটিকে এগিয়ে দেন। বক্সের মধ্যে ফিল ফোডেনকে ফাউল করলে পেনাল্টি পায় সিটিজেনরা। ছয় মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের শট এডারসন ভালোভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে জাল কাঁপান দিয়াজ। ২-২ গোলে নির্ধারিত সময় গড়িয়ে যায় যোগ করা সময়ে। ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম ৯২ মিনিটে স্তব্ধ করে দেন পুরো ইতিহাদ। বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের শূন্যে ভাসানো বল জন স্টোন্সের সামনে থেকে জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচশেষে ব্রাহিম দিয়াজ বলেলন, ‘জয় ও দলের দারুণ পারফরম্যান্সের জন্য আমি খুব খুশি। আমরা পরিপূর্ণ একটি ম্যাচ খেললাম। এটা ছিল সত্যিই দারুণ পারফরম্যান্স। গোল করে দলকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি। এখানে খেলা সহজ নয়, তাও আবার ভালো একটি দলের বিপক্ষে। কিন্তু এখনো হাতে দ্বিতীয় লেগ আছে, কাজ এখনও অসমাপ্ত।’

চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকতে না পারায় শেষ ষোলোর জন্য প্লে-অফ খেলতে হচ্ছে রিয়াল ও ম্যানসিটিকে। মাদ্রিদে ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ। দিনের প্রথম ম্যাচে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। উসমান দেম্বেলের করেছেন জোড়া গোল। শেষ ষোলোতে মোটামুটি এক পা দিয়ে রাখলো ফরাসি জায়ান্টরা। জুভেন্টাস ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে পিএসভি আইন্দহোভেনকে। ৩-০ গোলে স্পোর্টিং সিপিকে হারিয়ে প্রথম লেগে আধিপত্য দেখায় বরুসিয়া ডর্টমুন্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত