ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই পাকা করে রেখেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইপর্বে বাকি রয়েছে এখনো চার রাউন্ড। কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নরা। চিলির জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই ৭ মাস পর জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। যদিও শুরুর একাদশে তিনি থাকবেন কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
আর্জেন্টিনার হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে পেরুর বিপক্ষে। পেশির চোটের কারণে মার্চে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ম্যাচ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, সে শুরু থেকে খেলবে কি না। মূলত সে খেলার জন্য প্রস্তুত। আমরা পরে সিদ্ধান্ত নেব।’
চিলির বিপক্ষে একাদশে বেশ কিছু চমক থাকতে পারে। কারণ কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্দি। পেশির চোটের কারণে দলে ডাকা হয়নি আলেক্সিস মাক আলিস্তারকেও। তাই অনভিজ্ঞদের সুযোগ করে দিতে চান স্কালোনি।
তিনি বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় নেই, বিশেষ করে মাঝমাঠে। আমি এখনো একাদশ ঠিক করিনি, তবে যারা খুব বেশি ম্যাচ খেলেনি তাদের সুযোগ দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এটাই সঠিক সময়। যদিও ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ, তবে আজ নয়। আমরা চাই খেলোয়াড়েরা যেন দলের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারে।’
চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, গিলিয়ানো সিমিওনে, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা/নিকো পাস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই পাকা করে রেখেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইপর্বে বাকি রয়েছে এখনো চার রাউন্ড। কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নরা। চিলির জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই ৭ মাস পর জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। যদিও শুরুর একাদশে তিনি থাকবেন কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
আর্জেন্টিনার হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে পেরুর বিপক্ষে। পেশির চোটের কারণে মার্চে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ম্যাচ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, সে শুরু থেকে খেলবে কি না। মূলত সে খেলার জন্য প্রস্তুত। আমরা পরে সিদ্ধান্ত নেব।’
চিলির বিপক্ষে একাদশে বেশ কিছু চমক থাকতে পারে। কারণ কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্দি। পেশির চোটের কারণে দলে ডাকা হয়নি আলেক্সিস মাক আলিস্তারকেও। তাই অনভিজ্ঞদের সুযোগ করে দিতে চান স্কালোনি।
তিনি বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় নেই, বিশেষ করে মাঝমাঠে। আমি এখনো একাদশ ঠিক করিনি, তবে যারা খুব বেশি ম্যাচ খেলেনি তাদের সুযোগ দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এটাই সঠিক সময়। যদিও ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ, তবে আজ নয়। আমরা চাই খেলোয়াড়েরা যেন দলের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারে।’
চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, গিলিয়ানো সিমিওনে, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা/নিকো পাস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে