
দল বদলের মৌসুমে তারকা খেলোয়াড়দের নিয়ে নানা রকম গুঞ্জন চলে। কে কোন দলে যাবেন, কার দাম কেমন উঠতে পারে, তা নিয়ে চলে আলোচনা। তেমনই এক আলোচনায় এসেছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ১০৫.৬ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১৩৮৯ কোটি টাকা) কেনার প্রস্তাব দিয়েছে চেলসি।
২০২২ সালে রিভারপ্লেট থেকে বেনফিকায় গিয়েছিলেন ফার্নান্দেজ। একই বছর ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
ফার্নান্দেজের আগে চেলসি অনেক খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে। মিখাইলে মুদ্রিক, ননি মাদুয়েকে, দাভি দাত্রো, আন্দ্রে সান্তোস, বেনোইত বাদিয়াশেলি ও মালো গুস্তোকে স্থায়ী চুক্তিতে কিনেছে ব্লুজরা। আর হোয়াও ফেলিক্সকে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে কিনেছে চেলসি। যদি ফার্নান্দেজকে চেলসি ১৩৮৯ কোটি টাকায় কিনতে পারে, তাহলে তিনি হবেন ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাইনিং। এই তালিকায় শীর্ষে আছেন জ্যাক গ্রিয়ালিশ। ২০২১ সালে ইংলিশ এই লেফট উইঙ্গারকে অ্যাস্টন ভিলা থেকে ১৩১৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি।
ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ দামে সাইনিং করা খেলোয়াড় (বাংলাদেশি টাকায়)
খেলোয়াড় ট্রান্সফার ফি বছর ক্লাবে এসেছেন ক্লাব ছেড়েছেন
১. জ্যাক গ্রিয়ালিশ ১৩১৫ কোটি ২০২১ ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা
২. রোমেলু লুকাকু ১২৮২ কোটি ২০২১ চেলসি ইন্টার মিলান
৩. পল পগবা ১১৭০ কোটি ২০১৬ ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টাস
৪. আন্তোনি ১০৭৮ কোটি ২০২২ ম্যানচেস্টার ইউনাইটেড আয়াক্স
৫. হ্যারি ম্যাগুয়ার ১০৫২ কোটি ২০১৯ ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটি
৬. রোমেলু লুকাকু ৯৮৬ কোটি ২০১৭ ম্যানচেস্টার ইউনাইটেড এভারটন
৭. ভার্জিল ফন ডাইক ৯৮৬ কোটি ২০১৭ লিভারপুল সাউদাম্পটন
৮. জ্যাডন সানচো ৯৬০ কোটি ২০২১ ম্যানচেস্টার ইউনাইটেড বরুশিয়া ডর্টমুন্ড

দল বদলের মৌসুমে তারকা খেলোয়াড়দের নিয়ে নানা রকম গুঞ্জন চলে। কে কোন দলে যাবেন, কার দাম কেমন উঠতে পারে, তা নিয়ে চলে আলোচনা। তেমনই এক আলোচনায় এসেছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ১০৫.৬ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১৩৮৯ কোটি টাকা) কেনার প্রস্তাব দিয়েছে চেলসি।
২০২২ সালে রিভারপ্লেট থেকে বেনফিকায় গিয়েছিলেন ফার্নান্দেজ। একই বছর ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
ফার্নান্দেজের আগে চেলসি অনেক খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে। মিখাইলে মুদ্রিক, ননি মাদুয়েকে, দাভি দাত্রো, আন্দ্রে সান্তোস, বেনোইত বাদিয়াশেলি ও মালো গুস্তোকে স্থায়ী চুক্তিতে কিনেছে ব্লুজরা। আর হোয়াও ফেলিক্সকে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে কিনেছে চেলসি। যদি ফার্নান্দেজকে চেলসি ১৩৮৯ কোটি টাকায় কিনতে পারে, তাহলে তিনি হবেন ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাইনিং। এই তালিকায় শীর্ষে আছেন জ্যাক গ্রিয়ালিশ। ২০২১ সালে ইংলিশ এই লেফট উইঙ্গারকে অ্যাস্টন ভিলা থেকে ১৩১৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি।
ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ দামে সাইনিং করা খেলোয়াড় (বাংলাদেশি টাকায়)
খেলোয়াড় ট্রান্সফার ফি বছর ক্লাবে এসেছেন ক্লাব ছেড়েছেন
১. জ্যাক গ্রিয়ালিশ ১৩১৫ কোটি ২০২১ ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা
২. রোমেলু লুকাকু ১২৮২ কোটি ২০২১ চেলসি ইন্টার মিলান
৩. পল পগবা ১১৭০ কোটি ২০১৬ ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টাস
৪. আন্তোনি ১০৭৮ কোটি ২০২২ ম্যানচেস্টার ইউনাইটেড আয়াক্স
৫. হ্যারি ম্যাগুয়ার ১০৫২ কোটি ২০১৯ ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটি
৬. রোমেলু লুকাকু ৯৮৬ কোটি ২০১৭ ম্যানচেস্টার ইউনাইটেড এভারটন
৭. ভার্জিল ফন ডাইক ৯৮৬ কোটি ২০১৭ লিভারপুল সাউদাম্পটন
৮. জ্যাডন সানচো ৯৬০ কোটি ২০২১ ম্যানচেস্টার ইউনাইটেড বরুশিয়া ডর্টমুন্ড

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে