
ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই টটেনহাম হটস্পার্স। লিগে নিজেদের শেষ ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে ৩-১ গোলে। পয়েন্ট টেবলে স্পার্সদের অবস্থান সাতে। এখনই শেষ দেখছেন না স্পার্স কোচ জোসে মরিনহো। তিনি মনে করেন, লিগের সেরা চার দল কারা হবে সেটির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা লেস্টারের সঙ্গে আটে থাকা এভারটনের পয়েন্ট ব্যবধান ৭ । আর সাতে থাকা টটেনহামের পয়েন্ট ৫০। ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটি। সিটির চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
টেবিলের প্রথম দুই দলের পয়েন্ট ব্যবধান বেশি হলেও নিচের দিকের দলগুলোর পয়েন্টের ব্যবধান কম। মরিনহোর কথা তাই উড়িয়ে দেওয়ার দেওয়ার উপায় নেই। টটেনহাম কোচ বলেছেন, ‘টেবিলে আমাদের কাছাকাছি অবস্থানের দলগুলোও ভালো। দলগুলোর লক্ষ একই রকম। কিছু দল আমাদের চেয়ে বেশি শক্তিশালী, কিছু দল কম শক্তিশালী। গত মৌসুমের মতোই একটা কিছু হতে যাচ্ছে। শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌছানো যাবে না।’
মরিনহোর কথায় যুক্তি থাকলেও সময়টা ভালো যাচ্ছে না স্পার্সদের। লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে হ্যারি কেনরা। একমাত্র জয় পাওয়া সেই এস্টন ভিলার বিপক্ষে কাল ড্র করেছে ২-২ গোলে। বাকি চার ম্যাচের দুটিতে পয়েন্ট ভাগাভাগি করলেও তিন ম্যাচেই পয়েন্ট খুঁইয়েছে মরিনহো–শিষ্যরা। লিগে এখনো পর্যন্ত ৩২ ম্যাচে ১৪ জয়ের বিপরীতে তাদের হার ১০টি।
মৌসুমের আর বাকি নেই বেশি ম্যাচ। পয়েন্ট টেবিলের অবস্থান বলছে শেষ চারে থাকতে হলে টটেনহামকে বাকি ম্যাচগুলোয় ভালো করতে হবে। তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকেও। মরিনহো যে আশায় বলেছেন, সেরা চারের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেটি কতটা ফলে যায়, তা সময়ই বলে দেবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই টটেনহাম হটস্পার্স। লিগে নিজেদের শেষ ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে ৩-১ গোলে। পয়েন্ট টেবলে স্পার্সদের অবস্থান সাতে। এখনই শেষ দেখছেন না স্পার্স কোচ জোসে মরিনহো। তিনি মনে করেন, লিগের সেরা চার দল কারা হবে সেটির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা লেস্টারের সঙ্গে আটে থাকা এভারটনের পয়েন্ট ব্যবধান ৭ । আর সাতে থাকা টটেনহামের পয়েন্ট ৫০। ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটি। সিটির চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
টেবিলের প্রথম দুই দলের পয়েন্ট ব্যবধান বেশি হলেও নিচের দিকের দলগুলোর পয়েন্টের ব্যবধান কম। মরিনহোর কথা তাই উড়িয়ে দেওয়ার দেওয়ার উপায় নেই। টটেনহাম কোচ বলেছেন, ‘টেবিলে আমাদের কাছাকাছি অবস্থানের দলগুলোও ভালো। দলগুলোর লক্ষ একই রকম। কিছু দল আমাদের চেয়ে বেশি শক্তিশালী, কিছু দল কম শক্তিশালী। গত মৌসুমের মতোই একটা কিছু হতে যাচ্ছে। শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌছানো যাবে না।’
মরিনহোর কথায় যুক্তি থাকলেও সময়টা ভালো যাচ্ছে না স্পার্সদের। লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে হ্যারি কেনরা। একমাত্র জয় পাওয়া সেই এস্টন ভিলার বিপক্ষে কাল ড্র করেছে ২-২ গোলে। বাকি চার ম্যাচের দুটিতে পয়েন্ট ভাগাভাগি করলেও তিন ম্যাচেই পয়েন্ট খুঁইয়েছে মরিনহো–শিষ্যরা। লিগে এখনো পর্যন্ত ৩২ ম্যাচে ১৪ জয়ের বিপরীতে তাদের হার ১০টি।
মৌসুমের আর বাকি নেই বেশি ম্যাচ। পয়েন্ট টেবিলের অবস্থান বলছে শেষ চারে থাকতে হলে টটেনহামকে বাকি ম্যাচগুলোয় ভালো করতে হবে। তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকেও। মরিনহো যে আশায় বলেছেন, সেরা চারের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেটি কতটা ফলে যায়, তা সময়ই বলে দেবে।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৩ ঘণ্টা আগে