
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে লম্বা সময় মুখোমুখি লড়াই করেছেন সার্জিও রামোস ও লিওনেল মেসি। তবে আগামী মৌসুম থেকে লা লিগার মঞ্চে এক সঙ্গে দেখা যাবে না এই দুই তারকাকে। রিয়াল মাদ্রিদ ছেড়ে রামোস পাড়ি জমিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। শুরুতে গুঞ্জন ছিল মেসিও বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে পারেন। তবে শেষ খবর হচ্ছে, বার্সার সঙ্গে মেসির পাঁচ বছরের চুক্তির বিষয়টা অনেকটাই পাকাপাকি। সব মিলিয়ে এই দুই তারকাকে এক মঞ্চে দেখার সুযোগ অনেকটাই কমে গেল। তবে রামোস জানালেন, তাঁর দলে মেসির জন্য সব সময় একটা জায়গা থাকবে।
গত মৌসুম পর্যন্ত এল ক্ল্যাসিকোতে মেসিকে ঠেকানোই ছিল রামোসের মূল কাজ। মুখোমুখি লড়াইয়ে জয় আছে দুই পক্ষেরই। তবে রামোস আর মুখোমুখি নন, মেসির সঙ্গে খেলতে চান একই দলের হয়ে। সাবেক এই রিয়াল অধিনায়ক বলেছেন, ‘আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি সব সময় বলে এসেছি, আমার দলে অবশ্যই মেসির জন্য জায়গা থাকবে।’
তবে মেসিকে না পেলেও নেইমারকে ঠিকই দলে পেয়েছেন রামোস। নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানতে চাইলে রামোস বলেন, ‘নেইমার বার্সার হয়ে খেলেছে, আর আমি রিয়ালের হয়ে। তবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। প্রতিদ্বন্দ্বিতার বছরগুলোতে আমরা একটা সম্পর্ক গড়ে তুলেছিলাম। সে আমাকে এখানে আসার জন্য উৎসাহমূলক বার্তা পাঠিয়েছে। এটা সব সময় দারুণ, যখন তারকারা আপনাকে আসার জন্য উৎসাহ দেয়।’

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে লম্বা সময় মুখোমুখি লড়াই করেছেন সার্জিও রামোস ও লিওনেল মেসি। তবে আগামী মৌসুম থেকে লা লিগার মঞ্চে এক সঙ্গে দেখা যাবে না এই দুই তারকাকে। রিয়াল মাদ্রিদ ছেড়ে রামোস পাড়ি জমিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। শুরুতে গুঞ্জন ছিল মেসিও বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে পারেন। তবে শেষ খবর হচ্ছে, বার্সার সঙ্গে মেসির পাঁচ বছরের চুক্তির বিষয়টা অনেকটাই পাকাপাকি। সব মিলিয়ে এই দুই তারকাকে এক মঞ্চে দেখার সুযোগ অনেকটাই কমে গেল। তবে রামোস জানালেন, তাঁর দলে মেসির জন্য সব সময় একটা জায়গা থাকবে।
গত মৌসুম পর্যন্ত এল ক্ল্যাসিকোতে মেসিকে ঠেকানোই ছিল রামোসের মূল কাজ। মুখোমুখি লড়াইয়ে জয় আছে দুই পক্ষেরই। তবে রামোস আর মুখোমুখি নন, মেসির সঙ্গে খেলতে চান একই দলের হয়ে। সাবেক এই রিয়াল অধিনায়ক বলেছেন, ‘আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি সব সময় বলে এসেছি, আমার দলে অবশ্যই মেসির জন্য জায়গা থাকবে।’
তবে মেসিকে না পেলেও নেইমারকে ঠিকই দলে পেয়েছেন রামোস। নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানতে চাইলে রামোস বলেন, ‘নেইমার বার্সার হয়ে খেলেছে, আর আমি রিয়ালের হয়ে। তবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। প্রতিদ্বন্দ্বিতার বছরগুলোতে আমরা একটা সম্পর্ক গড়ে তুলেছিলাম। সে আমাকে এখানে আসার জন্য উৎসাহমূলক বার্তা পাঠিয়েছে। এটা সব সময় দারুণ, যখন তারকারা আপনাকে আসার জন্য উৎসাহ দেয়।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৩ ঘণ্টা আগে