
এবারের ইউরোতে ইতালি আবির্ভূত হয়েছে অন্য চেহারায়। ইতালি যে আমূল বদলে গেছে, তাতে সবাই কোচ রবার্তো মানচিনিকেই কৃতিত্ব দেবেন। তাঁর ছোঁয়ায় চিরায়ত রক্ষাণত্মক কৌশল থেকে বেরিয়ে এসে প্রেসিং ফুটবলে মুগ্ধ করে চলেছে আজ্জুরিরা। আজ রাতে স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে মানচিনি শিষ্য-সমর্থকদের ‘নীল' হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। ইতালির এই নীল বেদনার নয়; দুর্দান্ত গতিতে ছোটার রং, জয়োৎসবের রং!
মানচিনির অধীনে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছে ইতালি। এখন পর্যন্ত তাঁর অধীনে ৩৭ ম্যাচে খেলা আজ্জুরিরা জিতেছে ২৮ টিতেই। বদলে যাওয়া যে ইতালিকে নিয়ে সবাই কথা বলছে, সেটা তাদের আক্রমণাত্মক মানসিকতা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই মানসিকতায় ৩৭ ম্যাচে প্রতিপক্ষের জালে ৯০ গোল পাঠিয়েছে তারা। তবে আক্রমণাত্মক হতে গিয়ে তাদের চিরায়ত কৌশল রক্ষণ দুর্গকে প্রতিপক্ষের হাতে ছেড়ে দেয়নি। পরিসংখ্যান বলছে, ৩৭ ম্যাচে ১৬টি গোল হজম করেছে ইতালি।
এবারের ইউরোতেও এই ধারাবাহিকতাটাই টেনে এনেছেন চিরো ইম্মোবিল-জর্জিও কিয়েল্লিনিরা। গ্রুপ পর্ব-শেষ ষোলো আর শেষ আট মিলিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে মানচিনির ইতালি।
সেমিফাইনালের মহারণের আগে প্রতিপক্ষ কোচ লুইস এনরিকেও এই ইতালির প্রশংসা করতে কার্পণ্য করেননি। এনরিকে বলেছেন, ‘এই ইতালি আপনার আমার দেখা সেই ইতালি না। এই ইতালি কী ঘটছে সেটা না দেখে, নিজেদের কাজটা আগে ঠিকঠাক করে ফেলে। তারা একটা নতুন কৌশলে এগোচ্ছে এবং সাফল্য পাচ্ছে।’
চারদিক থেকে স্তুতিবাক্য ছুটে আসছে মানচিনির দিকেও। সাবেক ইতালি কোচ আরিগো সাচ্চি যেমন বললেন, ‘ইতালি জিতছে। একই সঙ্গে ইতালি দর্শকের মনে প্রশান্তি জাগাচ্ছে। এই আধুনিক ফুটবল ভাবনার পুরো কৃতিত্বটাই মানচিনির।’
চারদিক থেকে বাহবা আর টানা জয়ে পেয়েও মানচিনি শিষ্যদের অনুপ্রাণিত করছেন অন্যভাবে। কাল দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘আগামীকাল (আজ) এক সঙ্গে আবার, চলো নীল হয়ে যাই।’

এবারের ইউরোতে ইতালি আবির্ভূত হয়েছে অন্য চেহারায়। ইতালি যে আমূল বদলে গেছে, তাতে সবাই কোচ রবার্তো মানচিনিকেই কৃতিত্ব দেবেন। তাঁর ছোঁয়ায় চিরায়ত রক্ষাণত্মক কৌশল থেকে বেরিয়ে এসে প্রেসিং ফুটবলে মুগ্ধ করে চলেছে আজ্জুরিরা। আজ রাতে স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে মানচিনি শিষ্য-সমর্থকদের ‘নীল' হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। ইতালির এই নীল বেদনার নয়; দুর্দান্ত গতিতে ছোটার রং, জয়োৎসবের রং!
মানচিনির অধীনে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছে ইতালি। এখন পর্যন্ত তাঁর অধীনে ৩৭ ম্যাচে খেলা আজ্জুরিরা জিতেছে ২৮ টিতেই। বদলে যাওয়া যে ইতালিকে নিয়ে সবাই কথা বলছে, সেটা তাদের আক্রমণাত্মক মানসিকতা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই মানসিকতায় ৩৭ ম্যাচে প্রতিপক্ষের জালে ৯০ গোল পাঠিয়েছে তারা। তবে আক্রমণাত্মক হতে গিয়ে তাদের চিরায়ত কৌশল রক্ষণ দুর্গকে প্রতিপক্ষের হাতে ছেড়ে দেয়নি। পরিসংখ্যান বলছে, ৩৭ ম্যাচে ১৬টি গোল হজম করেছে ইতালি।
এবারের ইউরোতেও এই ধারাবাহিকতাটাই টেনে এনেছেন চিরো ইম্মোবিল-জর্জিও কিয়েল্লিনিরা। গ্রুপ পর্ব-শেষ ষোলো আর শেষ আট মিলিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে মানচিনির ইতালি।
সেমিফাইনালের মহারণের আগে প্রতিপক্ষ কোচ লুইস এনরিকেও এই ইতালির প্রশংসা করতে কার্পণ্য করেননি। এনরিকে বলেছেন, ‘এই ইতালি আপনার আমার দেখা সেই ইতালি না। এই ইতালি কী ঘটছে সেটা না দেখে, নিজেদের কাজটা আগে ঠিকঠাক করে ফেলে। তারা একটা নতুন কৌশলে এগোচ্ছে এবং সাফল্য পাচ্ছে।’
চারদিক থেকে স্তুতিবাক্য ছুটে আসছে মানচিনির দিকেও। সাবেক ইতালি কোচ আরিগো সাচ্চি যেমন বললেন, ‘ইতালি জিতছে। একই সঙ্গে ইতালি দর্শকের মনে প্রশান্তি জাগাচ্ছে। এই আধুনিক ফুটবল ভাবনার পুরো কৃতিত্বটাই মানচিনির।’
চারদিক থেকে বাহবা আর টানা জয়ে পেয়েও মানচিনি শিষ্যদের অনুপ্রাণিত করছেন অন্যভাবে। কাল দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘আগামীকাল (আজ) এক সঙ্গে আবার, চলো নীল হয়ে যাই।’

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৭ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৮ ঘণ্টা আগে