নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অবশেষে প্রস্তুতি ম্যাচ খেলতে একটি প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। কাতারে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এ একটাই ম্যাচ পাচ্ছেন জামাল ভূঁইয়ারা। কাল বিকেলে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
প্রস্তুতি ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আবাহনী ও শেখ জামালকেই বেশি পছন্দ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)। তারুণ্যনির্ভর ও ছন্দে থাকা চার বিদেশিকে নিয়ে গড়া শেখ জামালই শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে। অনুশীলনের মেজাজে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে একটা ধাক্কা দিতে পারলেই একটা মধুর প্রতিশোধ নিতে পারবেন দলটির কোচ শফিকুল ইসলাম মানিক।
সর্বশেষ জাতীয় দলের দুই ক্যাম্পে চূড়ান্ত দলে একজনও শেখ জামাল ফুটবলার ডাক পাননি। বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে ছিলেন জামালের অভিজ্ঞ ডিফেন্ডার রেজাউল করিম। পাসপোর্ট না থাকায় তাঁকে আর রাখা হয়নি চূড়ান্ত দলে। জাতীয় দলের কোনো খেলোয়াড় ছাড়াই বিপিএল ফুটবলের পয়েন্ট টেবিলে তিনে আছে শেখ জামাল। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে রুখে দিতে পারলে নিজেদের সক্ষমতার দিকটি আরও জোরালো করতে পারবে ধানমন্ডির ক্লাবটি।
তবে প্রস্তুতি ম্যাচকে ঘিরেও আছে আশঙ্কা। জাতীয় দলের ফুটবলাররা জৈব সুরক্ষাবলয়ে থাকছেন। শেখ জামালের খেলোয়াড়েরা তাদের ক্যাম্পে কতটা করোনা প্রটোকল মেনেছেন, তা নিয়ে আছে প্রশ্ন। এর মধ্যে জাতীয় দুই ফুটবলার করোনায় আক্রান্ত। আরেক ফুটবলার অসুস্থ। জাতীয় দলের ম্যানেজার মো.ইকবাল বলছেন, তাঁরা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা মেনেই শেখ জামালের বিপক্ষে খেলবেন।
অবশ্য জৈব সুরক্ষা ঠিকভাবে মানা হবে, ১৬ মে ক্যাম্পের শুরুর দিন বেশ জোরের সঙ্গেই এ কথা বলেছিলেন ইকবাল। তাঁর কথার পর জাতীয় দলের দুই ফরোয়ার্ড করোনা টেস্টে পজিটিভ। আগেভাগে কাতার যাওয়া, সৌদিতে প্রস্তুতি ক্যাম্প, করোনা পরীক্ষা—নিজেদের পরিকল্পনা বারবার জানিয়েও কিছুই বাস্তবায়ন করতে পারছে না বাফুফে!

ঢাকা: অবশেষে প্রস্তুতি ম্যাচ খেলতে একটি প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। কাতারে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এ একটাই ম্যাচ পাচ্ছেন জামাল ভূঁইয়ারা। কাল বিকেলে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
প্রস্তুতি ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আবাহনী ও শেখ জামালকেই বেশি পছন্দ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)। তারুণ্যনির্ভর ও ছন্দে থাকা চার বিদেশিকে নিয়ে গড়া শেখ জামালই শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে। অনুশীলনের মেজাজে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে একটা ধাক্কা দিতে পারলেই একটা মধুর প্রতিশোধ নিতে পারবেন দলটির কোচ শফিকুল ইসলাম মানিক।
সর্বশেষ জাতীয় দলের দুই ক্যাম্পে চূড়ান্ত দলে একজনও শেখ জামাল ফুটবলার ডাক পাননি। বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে ছিলেন জামালের অভিজ্ঞ ডিফেন্ডার রেজাউল করিম। পাসপোর্ট না থাকায় তাঁকে আর রাখা হয়নি চূড়ান্ত দলে। জাতীয় দলের কোনো খেলোয়াড় ছাড়াই বিপিএল ফুটবলের পয়েন্ট টেবিলে তিনে আছে শেখ জামাল। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে রুখে দিতে পারলে নিজেদের সক্ষমতার দিকটি আরও জোরালো করতে পারবে ধানমন্ডির ক্লাবটি।
তবে প্রস্তুতি ম্যাচকে ঘিরেও আছে আশঙ্কা। জাতীয় দলের ফুটবলাররা জৈব সুরক্ষাবলয়ে থাকছেন। শেখ জামালের খেলোয়াড়েরা তাদের ক্যাম্পে কতটা করোনা প্রটোকল মেনেছেন, তা নিয়ে আছে প্রশ্ন। এর মধ্যে জাতীয় দুই ফুটবলার করোনায় আক্রান্ত। আরেক ফুটবলার অসুস্থ। জাতীয় দলের ম্যানেজার মো.ইকবাল বলছেন, তাঁরা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা মেনেই শেখ জামালের বিপক্ষে খেলবেন।
অবশ্য জৈব সুরক্ষা ঠিকভাবে মানা হবে, ১৬ মে ক্যাম্পের শুরুর দিন বেশ জোরের সঙ্গেই এ কথা বলেছিলেন ইকবাল। তাঁর কথার পর জাতীয় দলের দুই ফরোয়ার্ড করোনা টেস্টে পজিটিভ। আগেভাগে কাতার যাওয়া, সৌদিতে প্রস্তুতি ক্যাম্প, করোনা পরীক্ষা—নিজেদের পরিকল্পনা বারবার জানিয়েও কিছুই বাস্তবায়ন করতে পারছে না বাফুফে!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৪ ঘণ্টা আগে