খেলার মাঠে কখনো যে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদেননি, তা নয়। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হারার পর তাঁর কান্নাভেজা চোখের ছবি এখনো টাটকা। ইউরোতে গত রাতে আবারও অঝোরে কাঁদতে দেখা গেছে।
ফ্রাঙ্কফুর্টে গত রাতে ইউরোতে শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন ডি বক্সের মধ্যে ফাউল করা হয় পর্তুগিজ উইঙ্গার ডিয়েগো জোতাকে। পেনাল্টি থেকে অন টার্গেটে জোরালো শট নেন রোনালদো। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিসের ঘটনা যেন রোনালদো ভুলতেই পারছিলেন না। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড স্বদেশী এক গণমাধ্যমকে বলেন, ‘নি: সন্দেহে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’
২০ বছরের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন রোনালদো। তবে এবার গোল করতে না পারায় রীতিমতো ভেঙে পড়েছেন। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও। পর্তুগিজ গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘শক্তিশালী লোকদেরও বাজে সময় আসে। যখন দলের প্রয়োজন ছিল, তখন আমি সবচেয়ে বাজে অবস্থায়। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। তবে এখন খুশি। এটাই তো ফুটবল। এমন মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না।’
পরিবার, ভক্ত-সমর্থকদের কথা ভেবেই মূলত আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পরিবারের কথা চিন্তা করি, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ এই বিশেষ মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারাও মানুষ। তাদের আমি পছন্দ করি। ভক্ত-সমর্থকেরাও আমাকে অনেক পছন্দ করেন। বিশেষ করে আমাকে। তা নিয়ে অনেক খুশি।’
আরও পড়ুন:

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে