
খেলার মাঠে কখনো যে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদেননি, তা নয়। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হারার পর তাঁর কান্নাভেজা চোখের ছবি এখনো টাটকা। ইউরোতে গত রাতে আবারও অঝোরে কাঁদতে দেখা গেছে।
ফ্রাঙ্কফুর্টে গত রাতে ইউরোতে শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন ডি বক্সের মধ্যে ফাউল করা হয় পর্তুগিজ উইঙ্গার ডিয়েগো জোতাকে। পেনাল্টি থেকে অন টার্গেটে জোরালো শট নেন রোনালদো। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিসের ঘটনা যেন রোনালদো ভুলতেই পারছিলেন না। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড স্বদেশী এক গণমাধ্যমকে বলেন, ‘নি: সন্দেহে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’
২০ বছরের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন রোনালদো। তবে এবার গোল করতে না পারায় রীতিমতো ভেঙে পড়েছেন। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও। পর্তুগিজ গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘শক্তিশালী লোকদেরও বাজে সময় আসে। যখন দলের প্রয়োজন ছিল, তখন আমি সবচেয়ে বাজে অবস্থায়। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। তবে এখন খুশি। এটাই তো ফুটবল। এমন মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না।’
পরিবার, ভক্ত-সমর্থকদের কথা ভেবেই মূলত আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পরিবারের কথা চিন্তা করি, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ এই বিশেষ মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারাও মানুষ। তাদের আমি পছন্দ করি। ভক্ত-সমর্থকেরাও আমাকে অনেক পছন্দ করেন। বিশেষ করে আমাকে। তা নিয়ে অনেক খুশি।’
আরও পড়ুন:

খেলার মাঠে কখনো যে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদেননি, তা নয়। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হারার পর তাঁর কান্নাভেজা চোখের ছবি এখনো টাটকা। ইউরোতে গত রাতে আবারও অঝোরে কাঁদতে দেখা গেছে।
ফ্রাঙ্কফুর্টে গত রাতে ইউরোতে শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন ডি বক্সের মধ্যে ফাউল করা হয় পর্তুগিজ উইঙ্গার ডিয়েগো জোতাকে। পেনাল্টি থেকে অন টার্গেটে জোরালো শট নেন রোনালদো। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিসের ঘটনা যেন রোনালদো ভুলতেই পারছিলেন না। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড স্বদেশী এক গণমাধ্যমকে বলেন, ‘নি: সন্দেহে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’
২০ বছরের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন রোনালদো। তবে এবার গোল করতে না পারায় রীতিমতো ভেঙে পড়েছেন। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও। পর্তুগিজ গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘শক্তিশালী লোকদেরও বাজে সময় আসে। যখন দলের প্রয়োজন ছিল, তখন আমি সবচেয়ে বাজে অবস্থায়। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। তবে এখন খুশি। এটাই তো ফুটবল। এমন মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না।’
পরিবার, ভক্ত-সমর্থকদের কথা ভেবেই মূলত আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পরিবারের কথা চিন্তা করি, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ এই বিশেষ মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারাও মানুষ। তাদের আমি পছন্দ করি। ভক্ত-সমর্থকেরাও আমাকে অনেক পছন্দ করেন। বিশেষ করে আমাকে। তা নিয়ে অনেক খুশি।’
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৯ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে