
দুই দশকের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে একটি পেনাল্টি থেকে গোল করতে না পেরে আবেগ ধরে রাখতে পারেননি। কেঁদেছেন খুবই। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও।
গত রাতে ফ্রাঙ্কফুর্টে ইউরোতে শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বড় সুযোগ পেয়ে যায় পর্তুগিজরা। জোতাকে ডি বক্সের ভেতর স্লোভেনিয়ান খেলোয়াড়রা ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল।
স্পট কিক নেন রোনালদো। অন টার্গেটে জোরালো শটও নিয়েছিলেন। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। আবেগটা তখন ধরে রেখেছিলেন সিআর সেভেন। তবে অতিরিক্ত সময়ে প্রথমার্ধ শেষ হতেই কান্না থামাতে পারেননি। কেঁদে ওঠেন শিশুদের মতো। এ সময় সতীর্থরা তাঁকে সান্ত্বনাও দেন।
রোনালদোর কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা-ও। ম্যাচ শেষ হতেই মা-ছেলের এমন কান্নার দৃশ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাঁর এই কান্না দেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারকারীরা একেকজন একেক মন্তব্য করছেন। রস ম্যাকাফার্টি নামে এক সাংবাদিক লিখেছেন, ‘আমি তোমাকে এমন কিছু বলব, যা মজার নয়—এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো ছোট মেয়ের মতো কাঁদছেন।’ অন্য একজন লিখেছেন, ‘এবং তিনি পেনাল্টি মিস করলেন...সময় এসেছে বিদায় বলার, রোনালদো।’
শেষটা অবশ্য হাসিমুখে করেছেন পর্তুগিজ অধিনায়ক। গোলরক্ষক দিয়োগো কস্তার অসাধারণ নৈপুণ্যে টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে পর্তুগাল উঠেছে ইউরোর শেষ আটে। টাইব্রেকারে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই রুখে দেন কস্তা। ইউরোতে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি টাইব্রেকার শট রুখে দিলেন তিনি। তার আগে ১১৫ মিনিটে সহজ সুযোগ পাওয়া স্লোভেনিয়ার স্ট্রাইকার বেনিয়ামান সেসকোর শট রুখে দেন দুর্দান্তভাবে।
টাইব্রেকারে পর্তুগালের হয়ে প্রথম শটেই গোল করেন রোনালদো। সেই গোলের পর হাতজোড় করে সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি। কঠিন এক ম্যাচ শেষে আবারও কান্নাভেজা চোখে রোনালদো বলেছেন, ‘এমনকি শক্তিশালী লোকেরও খারাপ দিন আসে।’
ডুসেলডর্ফে গত রাতে ইউরোর আরেক ম্যাচে ৮৫ মিনিটে আত্মঘাতী গোল হজম করে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরেছে বেলজিয়াম। শেষ আটে ফরাসিরা পেয়েছে পর্তুগালকে।

দুই দশকের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে একটি পেনাল্টি থেকে গোল করতে না পেরে আবেগ ধরে রাখতে পারেননি। কেঁদেছেন খুবই। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও।
গত রাতে ফ্রাঙ্কফুর্টে ইউরোতে শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বড় সুযোগ পেয়ে যায় পর্তুগিজরা। জোতাকে ডি বক্সের ভেতর স্লোভেনিয়ান খেলোয়াড়রা ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল।
স্পট কিক নেন রোনালদো। অন টার্গেটে জোরালো শটও নিয়েছিলেন। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। আবেগটা তখন ধরে রেখেছিলেন সিআর সেভেন। তবে অতিরিক্ত সময়ে প্রথমার্ধ শেষ হতেই কান্না থামাতে পারেননি। কেঁদে ওঠেন শিশুদের মতো। এ সময় সতীর্থরা তাঁকে সান্ত্বনাও দেন।
রোনালদোর কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা-ও। ম্যাচ শেষ হতেই মা-ছেলের এমন কান্নার দৃশ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাঁর এই কান্না দেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারকারীরা একেকজন একেক মন্তব্য করছেন। রস ম্যাকাফার্টি নামে এক সাংবাদিক লিখেছেন, ‘আমি তোমাকে এমন কিছু বলব, যা মজার নয়—এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো ছোট মেয়ের মতো কাঁদছেন।’ অন্য একজন লিখেছেন, ‘এবং তিনি পেনাল্টি মিস করলেন...সময় এসেছে বিদায় বলার, রোনালদো।’
শেষটা অবশ্য হাসিমুখে করেছেন পর্তুগিজ অধিনায়ক। গোলরক্ষক দিয়োগো কস্তার অসাধারণ নৈপুণ্যে টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে পর্তুগাল উঠেছে ইউরোর শেষ আটে। টাইব্রেকারে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই রুখে দেন কস্তা। ইউরোতে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি টাইব্রেকার শট রুখে দিলেন তিনি। তার আগে ১১৫ মিনিটে সহজ সুযোগ পাওয়া স্লোভেনিয়ার স্ট্রাইকার বেনিয়ামান সেসকোর শট রুখে দেন দুর্দান্তভাবে।
টাইব্রেকারে পর্তুগালের হয়ে প্রথম শটেই গোল করেন রোনালদো। সেই গোলের পর হাতজোড় করে সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি। কঠিন এক ম্যাচ শেষে আবারও কান্নাভেজা চোখে রোনালদো বলেছেন, ‘এমনকি শক্তিশালী লোকেরও খারাপ দিন আসে।’
ডুসেলডর্ফে গত রাতে ইউরোর আরেক ম্যাচে ৮৫ মিনিটে আত্মঘাতী গোল হজম করে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরেছে বেলজিয়াম। শেষ আটে ফরাসিরা পেয়েছে পর্তুগালকে।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২৬ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে ৩ ম্যাচের সিরিজ খেলছে তারা। বিশ্বকাপের জন্য তাই এই সিরিজ থেকেই সেরা একাদশের খোঁজ করছেন আফগান অধিনায়ক রশিদ খান।
২ ঘণ্টা আগে
শিরোনাম দেখে ভড়কে যাওয়ার কারণ নেই। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ফিরছেন না জাতীয় দলে। বলছি ফুটবলার মাশরাফি ইসলামের কথা; সদ্য সমাপ্ত প্রথম বিভাগ লিগে ১৮ গোল করে যিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তাঁর দল মহাখালী একাদশ দ্বিতীয় হয়ে লিগ শেষ করে পেয়েছে প্রমোশন। লিগে চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র; আগ
৩ ঘণ্টা আগে