
মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি যোগ দেওয়ার পর থেকেই লিগটির দৃশ্যপট পাল্টে গেছে। বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনেরই। আর্জেন্টাইন অধিনায়ককে দেখার জন্য গাঁটের টাকা খরচ করতেও দ্বিধাবোধ করছে না দেশটির ক্রীড়াপ্রেমীরা।
সমর্থকদের চাহিদার কারণে কর্তৃপক্ষরা বেশ ফায়দা লুটছেন। একের পর এক ম্যাচের টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছেন। এবারের লিগ কাপের ফাইনালের টিকিটের দামেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ফাইনাল ম্যাচের দাম এতটাই যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের চেয়ে ১৭ গুণ বেশি টাকায় দেখতে হবে সমর্থকদের। অথচ, দুই টুর্নামেন্টের জনপ্রিয়তায় আকাশ–পাতাল ব্যবধান। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ধারে কাছেও লিগটি নেই।
টিকিটের চড়া মূল্যর পেছনে নিশ্চিতভাবেই মেসির অবদান। সাতবারের ব্যালন ডি অর জয়ী ম্যাচ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকেরা। আগামী রোববারের খেলাটি আবার সাধারণ কোনো ম্যাচ নয়, ফাইনাল। সঙ্গে ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো মেসির শিরোপা জয়ের সুযোগ। সব মিলিয়ে তাই সাবেক বার্সেলোনা তারকার ম্যাচ মিস করতে চাচ্ছেন না সমর্থকেরা।
মেসির ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশি মুদ্রায় সর্বনিম্ন ৫৩ হাজার টাকা ব্যয় করতে হবে সমর্থকদের। আর সর্বোচ্চ ১৩ লাখ ২২ হাজার টাকা। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের টিকিটের দামও এত ছিল না। ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচের সর্বনিম্ন দাম ছিল ৮ হাজার ২০০ টাকা। আতাতুর্ক স্টেডিয়ামের ফাইনালের সর্বোচ্চ দাম ছিল ৮১ হাজার টাকা। দুই ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের দামের পার্থক্য ১৭ গুণ।
লিগ কাপের ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ন্যাশভিল। প্রতিপক্ষের জিওডিস পার্কে ফাইনাল খেলবেন মেসি–সার্জিও বুসকেতসরা। ৩০ হাজার দর্শক একসঙ্গে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি যোগ দেওয়ার পর থেকেই লিগটির দৃশ্যপট পাল্টে গেছে। বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনেরই। আর্জেন্টাইন অধিনায়ককে দেখার জন্য গাঁটের টাকা খরচ করতেও দ্বিধাবোধ করছে না দেশটির ক্রীড়াপ্রেমীরা।
সমর্থকদের চাহিদার কারণে কর্তৃপক্ষরা বেশ ফায়দা লুটছেন। একের পর এক ম্যাচের টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছেন। এবারের লিগ কাপের ফাইনালের টিকিটের দামেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ফাইনাল ম্যাচের দাম এতটাই যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের চেয়ে ১৭ গুণ বেশি টাকায় দেখতে হবে সমর্থকদের। অথচ, দুই টুর্নামেন্টের জনপ্রিয়তায় আকাশ–পাতাল ব্যবধান। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ধারে কাছেও লিগটি নেই।
টিকিটের চড়া মূল্যর পেছনে নিশ্চিতভাবেই মেসির অবদান। সাতবারের ব্যালন ডি অর জয়ী ম্যাচ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকেরা। আগামী রোববারের খেলাটি আবার সাধারণ কোনো ম্যাচ নয়, ফাইনাল। সঙ্গে ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো মেসির শিরোপা জয়ের সুযোগ। সব মিলিয়ে তাই সাবেক বার্সেলোনা তারকার ম্যাচ মিস করতে চাচ্ছেন না সমর্থকেরা।
মেসির ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশি মুদ্রায় সর্বনিম্ন ৫৩ হাজার টাকা ব্যয় করতে হবে সমর্থকদের। আর সর্বোচ্চ ১৩ লাখ ২২ হাজার টাকা। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের টিকিটের দামও এত ছিল না। ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচের সর্বনিম্ন দাম ছিল ৮ হাজার ২০০ টাকা। আতাতুর্ক স্টেডিয়ামের ফাইনালের সর্বোচ্চ দাম ছিল ৮১ হাজার টাকা। দুই ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের দামের পার্থক্য ১৭ গুণ।
লিগ কাপের ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ন্যাশভিল। প্রতিপক্ষের জিওডিস পার্কে ফাইনাল খেলবেন মেসি–সার্জিও বুসকেতসরা। ৩০ হাজার দর্শক একসঙ্গে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে