
নিজ দেশ আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। দ্রুত সেরে উঠলেও নতুন বছরে এখনো কোনো ম্যাচ খেলেননি তিনি।
তবে মেসির অপেক্ষার পালা শেষ হতে পারে আজই। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচ শুরু রাত পৌনে ২টায়। মেসিকে রেখেই এই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘মেসি দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছে। সে যোগ দেওয়ায় আমি ভীষণ খুশি। তাকে স্কোয়াডে রেখেছি। হয়তো খেলতেও দেখবেন।’
আরেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে রেঁসের বিপক্ষে স্কোয়াডে রেখেছেন বলে জানিয়েছেন পচেত্তিনো। তবে শুরুর একাদশে তাঁকে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরে। কিছুদিন আগে কুঁচকির চোটে পড়েছিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপ্পে।
লিগে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। সমানসংখ্যক ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে রেঁস।
পিএসজির হয়ে গত ২২ ডিসেম্বর সর্বশেষ খেলেছেন মেসি। এরপরই ছুটি কাটাতে দেশে ফেরেন তিনি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার করোনা পজিটিভ হওয়ার খবর আসে গত ২ জানুয়ারি। চার দিন পরই অবশ্য নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী ভাইরাসের ধকল পুরোপুরি কাটিয়ে না ওঠায় আর্জেন্টাইন অধিনায়ককে মাঠে নামায়নি পিএসজি। একই কারণে এ মাসের শেষ দিকে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে মেসিকে দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধ করে ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় মেসিকে জাতীয় দলে রাখা-না রাখা নিয়ে পিএসজির সঙ্গে বিতর্কে জড়ায়নি এএফএ। ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে অধিনায়ককে বাইরে রেখেই গত সপ্তাহে ২৭ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

নিজ দেশ আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। দ্রুত সেরে উঠলেও নতুন বছরে এখনো কোনো ম্যাচ খেলেননি তিনি।
তবে মেসির অপেক্ষার পালা শেষ হতে পারে আজই। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচ শুরু রাত পৌনে ২টায়। মেসিকে রেখেই এই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘মেসি দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছে। সে যোগ দেওয়ায় আমি ভীষণ খুশি। তাকে স্কোয়াডে রেখেছি। হয়তো খেলতেও দেখবেন।’
আরেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে রেঁসের বিপক্ষে স্কোয়াডে রেখেছেন বলে জানিয়েছেন পচেত্তিনো। তবে শুরুর একাদশে তাঁকে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরে। কিছুদিন আগে কুঁচকির চোটে পড়েছিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপ্পে।
লিগে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। সমানসংখ্যক ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে রেঁস।
পিএসজির হয়ে গত ২২ ডিসেম্বর সর্বশেষ খেলেছেন মেসি। এরপরই ছুটি কাটাতে দেশে ফেরেন তিনি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার করোনা পজিটিভ হওয়ার খবর আসে গত ২ জানুয়ারি। চার দিন পরই অবশ্য নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী ভাইরাসের ধকল পুরোপুরি কাটিয়ে না ওঠায় আর্জেন্টাইন অধিনায়ককে মাঠে নামায়নি পিএসজি। একই কারণে এ মাসের শেষ দিকে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে মেসিকে দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধ করে ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় মেসিকে জাতীয় দলে রাখা-না রাখা নিয়ে পিএসজির সঙ্গে বিতর্কে জড়ায়নি এএফএ। ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে অধিনায়ককে বাইরে রেখেই গত সপ্তাহে ২৭ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
২৬ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে