আজকের পত্রিকা ডেস্ক

হামজা চৌধুরীর কারণে ফুটবল অঙ্গনে ব্র্যান্ডভ্যালু বেড়েছে বাংলাদেশের। যা কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশের জার্সি বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নারী ফুটবলে চলমান ইস্যু নিয়ে অনেকটা ‘দৌড়ের’ ওপর বাফুফে। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জটিলতা নিরসন করতে পারেনি তারা। এর মধ্যেই কিট স্পনসর হিসেবে ‘দৌড়’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই বছরের চুক্তি করল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল সেই চুক্তির কথা জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বললেন, ‘আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা বাংলাদেশের ব্র্যান্ডের জার্সি পরে খেলি, এটা অন্য দেশ ও ক্লাবগুলোকেও জানাব। আমরা সামনে জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করব। সেটা অনলাইন বা রিটেইল (খুচরা) দুভাবেই।’
২০২০ সালে যাত্রা শুরু হয় দৌড়ের। কিন্তু সেভাবে এখনো দেশের মধ্যে পরিচিতি লাভ করেনি প্রতিষ্ঠানটি। তাই এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়া নিয়ে বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদের সক্ষমতা, আগ্রহ, যোগ্যতা সকল কিছুই যাচাই-বাছাই করেছি। আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপস করিনি। গত দুই মাস নারী দল ও একটি ক্লাব এই জার্সি পরে ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে। দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পর পর্যালোচনার ভিত্তিতে পরের বছরের সিদ্ধান্ত হবে।’
চুক্তির আওতায় জাতীয় দলসহ বয়সভিত্তিক দলগুলোকেও কিট সামগ্রী দেবে দৌড়। জাতীয় দলের জার্সির ডিজাইন নিয়ে দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম বলেন, ‘জার্সির ডিজাইন নিয়ে বাংলাদেশ বংশোদ্ভূত একজন প্রবাসী ডিজাইনার কাজ করছেন। জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হবে। বিষয়টা সারপ্রাইজ হয়ে থাকুক এখন।’
২৬ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে দৌড়ের ডিজাইন করা জার্সি পরেই আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

হামজা চৌধুরীর কারণে ফুটবল অঙ্গনে ব্র্যান্ডভ্যালু বেড়েছে বাংলাদেশের। যা কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশের জার্সি বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নারী ফুটবলে চলমান ইস্যু নিয়ে অনেকটা ‘দৌড়ের’ ওপর বাফুফে। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জটিলতা নিরসন করতে পারেনি তারা। এর মধ্যেই কিট স্পনসর হিসেবে ‘দৌড়’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই বছরের চুক্তি করল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল সেই চুক্তির কথা জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বললেন, ‘আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা বাংলাদেশের ব্র্যান্ডের জার্সি পরে খেলি, এটা অন্য দেশ ও ক্লাবগুলোকেও জানাব। আমরা সামনে জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করব। সেটা অনলাইন বা রিটেইল (খুচরা) দুভাবেই।’
২০২০ সালে যাত্রা শুরু হয় দৌড়ের। কিন্তু সেভাবে এখনো দেশের মধ্যে পরিচিতি লাভ করেনি প্রতিষ্ঠানটি। তাই এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়া নিয়ে বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদের সক্ষমতা, আগ্রহ, যোগ্যতা সকল কিছুই যাচাই-বাছাই করেছি। আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপস করিনি। গত দুই মাস নারী দল ও একটি ক্লাব এই জার্সি পরে ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে। দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পর পর্যালোচনার ভিত্তিতে পরের বছরের সিদ্ধান্ত হবে।’
চুক্তির আওতায় জাতীয় দলসহ বয়সভিত্তিক দলগুলোকেও কিট সামগ্রী দেবে দৌড়। জাতীয় দলের জার্সির ডিজাইন নিয়ে দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম বলেন, ‘জার্সির ডিজাইন নিয়ে বাংলাদেশ বংশোদ্ভূত একজন প্রবাসী ডিজাইনার কাজ করছেন। জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হবে। বিষয়টা সারপ্রাইজ হয়ে থাকুক এখন।’
২৬ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে দৌড়ের ডিজাইন করা জার্সি পরেই আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২৭ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে