
কদিন আগেই লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলোচনায় আসেন আর্জেন্টাইন ডিজে ফার পালাসিও। কিন্তু কে জানত, সেই আনন্দের মুহূর্ত তাঁর জীবনে বিপদ ডেকে আনবে। মেসি করোনা আক্রান্ত হওয়ার পর এবার সেই ছবির কারণে এবার হত্যার হুমকি পেলেন পালাসিও।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা মেসি। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় বিপদ বেড়েছে পালাসিও। মেসি যখন শীতকালীন বিরতিতে দেশে ফিরেছিলেন তখন পালাসিওর সঙ্গে দেখা হয় মেসির। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোডও করেন তিনি। সেখানে ক্যাপশন দিয়ে পালাসিও লিখেন, ‘নাচার জন্য আমি অসামান্য খেলোয়াড়কে পেয়েছি। মেসি পরিবারকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।’
এরপর গত রোববার পিএসজি জানায় করোনা আক্রান্ত হয়েছেন মেসি। এই ঘোষণার পরই আসল বিপদে পড়েন ডিজে পালাসিও। এক ইনস্টাগ্রাম পোস্টে পালাসিও জানান, মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁকে দায়ী করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেন, ‘মেসি করোনা পজিটিভ হওয়ায় টুইটারে আমি ট্রেন্ডে পরিণত হয়েছি। তারা বলছে আমার কারণে মেসি করোনা আক্রান্ত হয়েছে। তারা আমাকে হত্যাকারী সম্বোধন করেছে। এমনকি আমি বেশ কিছু বাজে ব্যক্তিগত বার্তাও পেয়েছি।’
এ সময় পালাসিও করোনা আক্রান্ত নন দাবি করে নিজের নেগেটিভ টেস্ট রিপোর্টও দেখান। আর্জেন্টিনা ভ্রমণকালে বেশি কিছু পার্টিতে অংশগ্রহণ করেন মেসি। বর্তমানে মেসি রোসারিওতে আছেন। নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সে ফিরতে পারবেন না।

কদিন আগেই লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলোচনায় আসেন আর্জেন্টাইন ডিজে ফার পালাসিও। কিন্তু কে জানত, সেই আনন্দের মুহূর্ত তাঁর জীবনে বিপদ ডেকে আনবে। মেসি করোনা আক্রান্ত হওয়ার পর এবার সেই ছবির কারণে এবার হত্যার হুমকি পেলেন পালাসিও।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা মেসি। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় বিপদ বেড়েছে পালাসিও। মেসি যখন শীতকালীন বিরতিতে দেশে ফিরেছিলেন তখন পালাসিওর সঙ্গে দেখা হয় মেসির। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোডও করেন তিনি। সেখানে ক্যাপশন দিয়ে পালাসিও লিখেন, ‘নাচার জন্য আমি অসামান্য খেলোয়াড়কে পেয়েছি। মেসি পরিবারকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।’
এরপর গত রোববার পিএসজি জানায় করোনা আক্রান্ত হয়েছেন মেসি। এই ঘোষণার পরই আসল বিপদে পড়েন ডিজে পালাসিও। এক ইনস্টাগ্রাম পোস্টে পালাসিও জানান, মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁকে দায়ী করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেন, ‘মেসি করোনা পজিটিভ হওয়ায় টুইটারে আমি ট্রেন্ডে পরিণত হয়েছি। তারা বলছে আমার কারণে মেসি করোনা আক্রান্ত হয়েছে। তারা আমাকে হত্যাকারী সম্বোধন করেছে। এমনকি আমি বেশ কিছু বাজে ব্যক্তিগত বার্তাও পেয়েছি।’
এ সময় পালাসিও করোনা আক্রান্ত নন দাবি করে নিজের নেগেটিভ টেস্ট রিপোর্টও দেখান। আর্জেন্টিনা ভ্রমণকালে বেশি কিছু পার্টিতে অংশগ্রহণ করেন মেসি। বর্তমানে মেসি রোসারিওতে আছেন। নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সে ফিরতে পারবেন না।

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১৬ মিনিট আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩৭ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
২ ঘণ্টা আগে