নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহামেডানের কাছে বসুন্ধরা কিংসের হারের পর থেকেই অপেক্ষার শুরু। সেই অপেক্ষা আবাহনীকে ঘিরে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে আবাহনীর ফাইনাল, বাংলাদেশের ফুটবলে সবশেষ যা দেখা গিয়েছিল ২০১১ সালে, সুপার কাপে। দীর্ঘ এক দশক অপেক্ষার অবশেষে দুই চির প্রতিদ্বন্দ্বীকে আবারও মুখোমুখি করতে পেরেছে এবারের ফেডারেশন কাপ।
৩০ মে কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী ও ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আবাহনীর কাছে একদমই সুবিধা করতে পারেনি রাসেল। ফয়সাল আহমেদ ফাহিমের জোড়া গোলে ৩-০ গোলে উড়িয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি আবাহনী ও মোহামেডান।
সবশেষ ২০০৯ সালে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল মোহামেডান। সেই ফাইনালে সাদা-কালো শিবিরের কাছে টাইব্রেকারে হেরেছিল আবাহনী। ২০১১ সুপার কাপের ফাইনালের পর এক যুগে আর কোনো ফাইনালে দেখা হয়নি এ দুই দলের।
কুমিল্লায় শুরুতে দাপট দেখিয়েছে রাসেল। ম্যাচের ৮ মিনিটে হেমন্ত ভিনসেন্টের মাপা ক্রসে এমফোন উদোহ পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার শহিদুল আলম সোহেলকে কাটিয়ে ঠিকঠাক প্লেসিং করতে পারেননি। বল গিয়ে সাইড নেটে আঘাত হানে।
চার মিনিট পর আবারও সুযোগ নষ্ট করেন এমফোন উদোহর। ১২ মিনিটে এমফোন বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে লক্ষ্যে শট নিলেও তা সরাসরি গোলরক্ষক শহিদুলের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।
সময় গড়াতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফাহিমের মাটি গড়ানো শট দূরের পোস্ট দিয়ে যায়। ৩৫ মিনিটে সুযোগ নষ্ট করেন দানিয়েল কলিন্দ্রেসও।
তবে দুই মিনিট পরই ক্ষতিটা পুষিয়ে দিয়েছেন কলিন্দ্রেস। ৩৭ মিনিটে নিজেদের অর্ধ থেকে রেজাউল করিমের লম্বা করে বাড়ানো বলে কলিনদ্রেস বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ে কোনাকুনি শট নেন। কলিন্দ্রেসের জোরাল শটে হার মানেন রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
বিরতির পর আরও দাপুটে আবাহনী। ৫০ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলও পেয়ে যায় আকাশি-নীলরা। রাসেলের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ক্ষিপ্র গতিতে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন আবাহনীর ব্রাজিলিয়ান অধিনায়ক রাফায়েল অগুস্তো। কাট ব্যাক করেন ফয়সাল আহমেদ ফাহিমের দিকে। সুন্দর প্লেসিংয়ে রানাকে হার মানান ফাহিম।
এই ফাহিমই ৭০ মিনিটে রাসেলকে ছিটকে দেন ম্যাচ থেকে। প্রতি আক্রমণ থেকে দেখেশুনে রাফায়েল অগুস্তোর পাসে ডান প্রান্তে ফাহিম চেয়েছিলেন ক্রস করতে। সেই ক্রস রাসেল গোলরক্ষক রানার গ্লাভস ছুঁয়ে সরাসরি জড়ায় জালে।
ব্যবধানটা হতে পারত ৪-০। ৭৮ মিনিটে কলিনদ্রেস গোলরক্ষককে একা পেয়ে যে শট নিয়েছিলেন তাতে বল আটকে যায় ক্রস বারে।
৩০ মে কুমিল্লায় ফাইনাল খেলবে আবাহনী-মোহামেডান। এর এক সপ্তাহ আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও শেখ রাসুল।

মোহামেডানের কাছে বসুন্ধরা কিংসের হারের পর থেকেই অপেক্ষার শুরু। সেই অপেক্ষা আবাহনীকে ঘিরে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে আবাহনীর ফাইনাল, বাংলাদেশের ফুটবলে সবশেষ যা দেখা গিয়েছিল ২০১১ সালে, সুপার কাপে। দীর্ঘ এক দশক অপেক্ষার অবশেষে দুই চির প্রতিদ্বন্দ্বীকে আবারও মুখোমুখি করতে পেরেছে এবারের ফেডারেশন কাপ।
৩০ মে কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী ও ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আবাহনীর কাছে একদমই সুবিধা করতে পারেনি রাসেল। ফয়সাল আহমেদ ফাহিমের জোড়া গোলে ৩-০ গোলে উড়িয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি আবাহনী ও মোহামেডান।
সবশেষ ২০০৯ সালে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল মোহামেডান। সেই ফাইনালে সাদা-কালো শিবিরের কাছে টাইব্রেকারে হেরেছিল আবাহনী। ২০১১ সুপার কাপের ফাইনালের পর এক যুগে আর কোনো ফাইনালে দেখা হয়নি এ দুই দলের।
কুমিল্লায় শুরুতে দাপট দেখিয়েছে রাসেল। ম্যাচের ৮ মিনিটে হেমন্ত ভিনসেন্টের মাপা ক্রসে এমফোন উদোহ পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার শহিদুল আলম সোহেলকে কাটিয়ে ঠিকঠাক প্লেসিং করতে পারেননি। বল গিয়ে সাইড নেটে আঘাত হানে।
চার মিনিট পর আবারও সুযোগ নষ্ট করেন এমফোন উদোহর। ১২ মিনিটে এমফোন বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে লক্ষ্যে শট নিলেও তা সরাসরি গোলরক্ষক শহিদুলের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।
সময় গড়াতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফাহিমের মাটি গড়ানো শট দূরের পোস্ট দিয়ে যায়। ৩৫ মিনিটে সুযোগ নষ্ট করেন দানিয়েল কলিন্দ্রেসও।
তবে দুই মিনিট পরই ক্ষতিটা পুষিয়ে দিয়েছেন কলিন্দ্রেস। ৩৭ মিনিটে নিজেদের অর্ধ থেকে রেজাউল করিমের লম্বা করে বাড়ানো বলে কলিনদ্রেস বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ে কোনাকুনি শট নেন। কলিন্দ্রেসের জোরাল শটে হার মানেন রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
বিরতির পর আরও দাপুটে আবাহনী। ৫০ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলও পেয়ে যায় আকাশি-নীলরা। রাসেলের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ক্ষিপ্র গতিতে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন আবাহনীর ব্রাজিলিয়ান অধিনায়ক রাফায়েল অগুস্তো। কাট ব্যাক করেন ফয়সাল আহমেদ ফাহিমের দিকে। সুন্দর প্লেসিংয়ে রানাকে হার মানান ফাহিম।
এই ফাহিমই ৭০ মিনিটে রাসেলকে ছিটকে দেন ম্যাচ থেকে। প্রতি আক্রমণ থেকে দেখেশুনে রাফায়েল অগুস্তোর পাসে ডান প্রান্তে ফাহিম চেয়েছিলেন ক্রস করতে। সেই ক্রস রাসেল গোলরক্ষক রানার গ্লাভস ছুঁয়ে সরাসরি জড়ায় জালে।
ব্যবধানটা হতে পারত ৪-০। ৭৮ মিনিটে কলিনদ্রেস গোলরক্ষককে একা পেয়ে যে শট নিয়েছিলেন তাতে বল আটকে যায় ক্রস বারে।
৩০ মে কুমিল্লায় ফাইনাল খেলবে আবাহনী-মোহামেডান। এর এক সপ্তাহ আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও শেখ রাসুল।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে