নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম মিনিট থেকেই যেভাবে তেড়েফুঁড়ে খেলা শুরু করল অস্ট্রেলিয়া, তাতে শুরু থেকেই অসহায় বাংলাদেশ ফুটবল দল। র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা প্রতিপক্ষের কাছে গোল হজমের চেষ্টাটা শুরু থেকে থাকলেও রক্ষণে শেষ পর্যন্ত অসহায় ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশ।
মেলবোর্নের অ্যামি পার্কে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রথমার্ধটা এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেননি জামালরা। প্রথমার্ধেই বাংলাদেশ পিছিয়ে ৪-০ গোলে।
বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৫০ বছর পূর্তি পালন করছে অস্ট্রেলিয়া। অ্যামি পার্কে তাই সাবেক সকারু ফুটবলারদের ভিড়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়লেন কোচ গ্রাহাম আর্নল্ড। সবকিছু মিলিয়ে ফুরফুরে মেজাজে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ফুরফুরে মন নিয়েই ম্যাচের ৪ মিনিটে বাংলাদেশকে প্রথম গোলটা দিয়েছে অস্ট্রেলিয়া। ক্রেগ গুডউইনের ফ্রি কিক থেকে আলতো করে হেড নিলেন হ্যারি সাউটার। বল তাঁর মাথা ছুঁয়ে কোনাকুনিভাবে ঢুকে গেল পোস্টে। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা, সাউটারের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার তারিক কাজীর কিছুই করার ছিল না।
গোল হজম করে বাংলাদেশ কিছুটা চেষ্টা করেছিল কাউন্টার অ্যাটাকে ভড়কে দেওয়ার। লাভ হয়নি। রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা ডিবক্সেই আটকে গেছেন বারবার। এর মাঝে ২০ মিনিটে দ্বিতীয় গোল সকারুদের। ডান প্রান্ত থেকে কনর ম্যাটকাফের ক্রসে ভলিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ব্র্যান্ডন বোরেল্লো।
প্রথমার্ধেই গোলের হালি পূর্ণ করে অস্ট্রেলিয়া। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল মিচেল ডিউকের। ৩৭ মিনিটে কনর ম্যাটকাফের বাতাসে ভাসানো পাস থেকে হেডে সহজেই মিতুলকে হার মানান ডিউক। ৪০ মিনিটে বোরেল্লোর শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে শট নিয়ে জালে জড়ান অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড।

প্রথম মিনিট থেকেই যেভাবে তেড়েফুঁড়ে খেলা শুরু করল অস্ট্রেলিয়া, তাতে শুরু থেকেই অসহায় বাংলাদেশ ফুটবল দল। র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা প্রতিপক্ষের কাছে গোল হজমের চেষ্টাটা শুরু থেকে থাকলেও রক্ষণে শেষ পর্যন্ত অসহায় ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশ।
মেলবোর্নের অ্যামি পার্কে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রথমার্ধটা এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেননি জামালরা। প্রথমার্ধেই বাংলাদেশ পিছিয়ে ৪-০ গোলে।
বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৫০ বছর পূর্তি পালন করছে অস্ট্রেলিয়া। অ্যামি পার্কে তাই সাবেক সকারু ফুটবলারদের ভিড়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়লেন কোচ গ্রাহাম আর্নল্ড। সবকিছু মিলিয়ে ফুরফুরে মেজাজে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ফুরফুরে মন নিয়েই ম্যাচের ৪ মিনিটে বাংলাদেশকে প্রথম গোলটা দিয়েছে অস্ট্রেলিয়া। ক্রেগ গুডউইনের ফ্রি কিক থেকে আলতো করে হেড নিলেন হ্যারি সাউটার। বল তাঁর মাথা ছুঁয়ে কোনাকুনিভাবে ঢুকে গেল পোস্টে। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা, সাউটারের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার তারিক কাজীর কিছুই করার ছিল না।
গোল হজম করে বাংলাদেশ কিছুটা চেষ্টা করেছিল কাউন্টার অ্যাটাকে ভড়কে দেওয়ার। লাভ হয়নি। রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা ডিবক্সেই আটকে গেছেন বারবার। এর মাঝে ২০ মিনিটে দ্বিতীয় গোল সকারুদের। ডান প্রান্ত থেকে কনর ম্যাটকাফের ক্রসে ভলিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ব্র্যান্ডন বোরেল্লো।
প্রথমার্ধেই গোলের হালি পূর্ণ করে অস্ট্রেলিয়া। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল মিচেল ডিউকের। ৩৭ মিনিটে কনর ম্যাটকাফের বাতাসে ভাসানো পাস থেকে হেডে সহজেই মিতুলকে হার মানান ডিউক। ৪০ মিনিটে বোরেল্লোর শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে শট নিয়ে জালে জড়ান অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে