ক্রীড়া ডেস্ক

প্রতিযোগিতামূলক ফুটবলে লিওনেল মেসির রেকর্ড, শিরোপা কোনো কিছুরই তো অভাব নেই। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো আছেন দারুণ ছন্দে। গোল করে নিত্যনতুন মাইলফলক স্পর্শ করছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেকর্ডের পাশাপাশি দলের নামও ঠাঁই পাচ্ছে ইতিহাসের পাতায়।
ফিফা ক্লাব বিশ্বকাপে ১৫ জুন আল আহলির বিপক্ষে গোল করলেই ইন্টার মায়ামির হয়ে ফিফটি করে ফেলতেন মেসি। কিন্তু সেই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বেড়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অপেক্ষা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই মাইলফলক মেসি স্পর্শ করেছেন গত রাতে। তাঁর মাইলফলকের রাতে পোর্তোকে ২–১ গোলে হারিয়েছে মায়ামি। তাতে করে কনকাক্যাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারাল মায়ামি। ক্লাব বিশ্বকাপে এটি মায়ামিরও প্রথম জয়।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে দ্রুতই এগিয়ে যায় পোর্তো। ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পোর্তো ফরোয়ার্ড সামু আগেহোয়া। প্রথমার্ধে পর্তুগিজ ক্লাবটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোলে এগিয়ে যায় দলটি। যেখানে ৪৭ মিনিটে গোল করেন মায়ামি মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। সমতায় ফেরার পর অল্প সময়ের মধ্যেই জাদুকরি এক গোল করেন মেসি। বক্সের বাইরে মেসি ফাউলের শিকারের হওয়ার পরই রেফারি বাজান ফ্রি-কিকের বাঁশি। ৫৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড দারুণ এক গোল করেন। মূলত ডান পাশের কর্নার দিয়ে ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন মেসি।
ফ্রি-কিকে গোল করে মেসি ইন্টার মায়ামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৬১ ম্যাচ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাইলফলকের রাতে পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম কাজে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপে এখন পালমেইরাস, ইন্টার মায়ামি দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা পোর্তো ও আল আহলি। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতেই আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে পালমেইরাস।

প্রতিযোগিতামূলক ফুটবলে লিওনেল মেসির রেকর্ড, শিরোপা কোনো কিছুরই তো অভাব নেই। ৩৮ ছুঁই ছুঁই মেসি এখনো আছেন দারুণ ছন্দে। গোল করে নিত্যনতুন মাইলফলক স্পর্শ করছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেকর্ডের পাশাপাশি দলের নামও ঠাঁই পাচ্ছে ইতিহাসের পাতায়।
ফিফা ক্লাব বিশ্বকাপে ১৫ জুন আল আহলির বিপক্ষে গোল করলেই ইন্টার মায়ামির হয়ে ফিফটি করে ফেলতেন মেসি। কিন্তু সেই ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বেড়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অপেক্ষা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই মাইলফলক মেসি স্পর্শ করেছেন গত রাতে। তাঁর মাইলফলকের রাতে পোর্তোকে ২–১ গোলে হারিয়েছে মায়ামি। তাতে করে কনকাক্যাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে অফিশিয়াল ফিফা টুর্নামেন্টে ইউরোপিয়ান কোনো দলকে হারাল মায়ামি। ক্লাব বিশ্বকাপে এটি মায়ামিরও প্রথম জয়।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে দ্রুতই এগিয়ে যায় পোর্তো। ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পোর্তো ফরোয়ার্ড সামু আগেহোয়া। প্রথমার্ধে পর্তুগিজ ক্লাবটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোলে এগিয়ে যায় দলটি। যেখানে ৪৭ মিনিটে গোল করেন মায়ামি মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। সমতায় ফেরার পর অল্প সময়ের মধ্যেই জাদুকরি এক গোল করেন মেসি। বক্সের বাইরে মেসি ফাউলের শিকারের হওয়ার পরই রেফারি বাজান ফ্রি-কিকের বাঁশি। ৫৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড দারুণ এক গোল করেন। মূলত ডান পাশের কর্নার দিয়ে ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন মেসি।
ফ্রি-কিকে গোল করে মেসি ইন্টার মায়ামির জার্সিতে গোলের ফিফটি পূর্ণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৬১ ম্যাচ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাইলফলকের রাতে পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম কাজে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপে এখন পালমেইরাস, ইন্টার মায়ামি দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে থাকা পোর্তো ও আল আহলি। মেটলাইফ স্টেডিয়ামে গত রাতেই আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে পালমেইরাস।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৩২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে