ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের ২৩তম বিদেশি কোচ হিসেবে ১১ মাসের জন্য দায়িত্ব নিচ্ছেন এই স্প্যানিশ। আজ সন্ধ্যা পৌনে আটটায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩৭ বছর বয়সী কাবরেরা।
বিমানবন্দরে নামলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি কাবরেরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। পরে এক ভিডিও বার্তায় কাবরেরা বলেছেন, 'অবশেষে আমি ঢাকায়। এখানে এসে ও নতুন শুরুর পথে আমি ভীষণ খুশি। জাতীয় দলের ফুটবলার ও ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে উন্মুখ আছি।'
বার্সার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন কাবরেরা।
শুধু বার্সেলোনার একাডেমি নয়, কাবরেরা সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করছিলেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির। এ ছাড়া লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদেও ছিলেন দুই বছরের বেশি সময় ধরে। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের কোচ হিসেবে এবারই ডাগআউটে থাকবেন এই স্প্যানিশ। আগামী ডিসেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি সেরেছে বাফুফে।
২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়া’র মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ক্যাবরেরা। পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাবটির একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ফুটবলীয় দীক্ষা দিয়েছেন তিনি। ক্যাবরেরাকে আলাদা করেছে এখানেই, তৃণমূল ফুটবলের পাশাপাশি বার্সেলোনা, আলাভেসসহ বিভিন্ন একাডেমির হয়ে কাজ করার বড় অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জামাল ভূঁইয়াদের কোচ হিসেবে ২৪ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে অভিষেক হওয়ার কথা থাকলেও ফুটবলাররা টিকা না নেওয়ায় বাতিল হয়েছে সেই সফর। মার্চের ফিফা উইন্ডো পর্যন্ত আপাতত তাই ফাঁকাই থাকতে হচ্ছে তাঁকে।

এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২২ মিনিট আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
১ ঘণ্টা আগে
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
২ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় পরশু ক্রিস ওকস ছক্কা মারার পরই কেঁদে ফেলেছিলেন ফাহিম আল চৌধুরী। ২৪ ঘণ্টা না যেতেই একই মাঠে ফের কাঁদলেন ফাহিম। তবে দুটি ঘটনার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। পরশু সিলেটের জয়ের খুশিতে কাঁদলেও কাল কেঁদেছিলেন দলের বিদায়ে। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুললেন সিল
২ ঘণ্টা আগে