
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।
‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।
সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি।
কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’
একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।
‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।
সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি।
কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’
একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
২ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৩ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৫ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৫ ঘণ্টা আগে