এবারের মৌসুমে কঠিন সময় পার করছে লিভারপুল। গত কয়েক মৌসুমের ছন্দ হারিয়ে নিজেদের খুঁজছে তারা। গতকাল নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়ের আগে এবারের লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছিল দলটি। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে অস্বস্তিতে ছিলেন লিভারপুলের কোচসহ স্টাফরা।
তাই গতকাল টানা দ্বিতীয় জয়ে স্বস্তি অনুভব করছেন বলে জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষ তিনি বলেছেন, ‘যখন আপনি সেরা মুহূর্তে না থাকবেন, তখন আপনাকে লড়াই করতে হবে এবং আমরাও এটিই করেছি। টানা দ্বিতীয় জয় পাওয়ায় সত্যি বলছি খুব ভালো লাগছে। এই মৌসুমে এর আগে আমরা এমনটি করতে পারিনি বলে আমাদের জন্য ভালো দিন।’
নিউক্যাসলের মাঠে ১৭ মিনিটে ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের গোলরক্ষক নিক পোপ লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে রূপ নেয় স্বাগতিকেরা। ফলে কালকের ম্যাচে অল রেডদের জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিপক্ষদের বাগে পেয়েও আর কোনো গোল করতে পারেনি মোহাম্মদ সালাহ, কোডি গাকপোরা। দলের হয়ে গোল দুটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া ডারউইন নুনেজ ও গাকপো।
পরে ব্যবধান বাড়াতে না পারলেও জয়ে খুশি লিভারপুল। এই জয়ে এবারের মৌসুমে দশম জয় পেয়েছে দলটি। ২২ ম্যাচে ৩৫ পয়েন্টে তালিকায় আটে আছে তারা। ভবিষ্যতে আরও ম্যাচ জয়ে তালিকার ওপরে উঠে আসার ইঙ্গিত দিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘আমরা প্রতিযোগিতায় আছি এমনটা বলা ভুল হবে। তবে অবশ্যই আমরা লড়াই চালিয়ে যাব এবং সামনে কী অপেক্ষা করছে তা দেখব।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৯ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে