ফ্রী এজেন্ট হওয়াতে ক্রিস্টিয়ানো রোনালদো কোথায় যাবেন তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। প্রতিদিনই কোনো না কোনো ক্লাবে তাঁর যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে, স্বদেশি ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরতে পারেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
রোনালদোর স্পোর্টিং লিসবনে খেলার সম্ভাবনার কথা জানিয়েছে ‘দ্য সান।’ ব্রিটিশ এই পত্রিকাটি রোনালদোর বিলাসবহুল গাড়িগুলো লিসবন শহরের অদূরে দেখতে পেয়েছে। যা রোনালদোর জন্মস্থান ফুঞ্চালের কাছাকাছি। রোনালদোর মা দোলোরেস অ্যাভেইরো চান, পর্তুগিজ তারকা স্বদেশি ক্লাবে খেলে তাঁর ক্যারিয়ার শেষ করবেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। এরপরই নড়েচড়ে বসে ইউনাইটেড কর্তৃপক্ষ। ফলশ্রুতিতে রেড ডেভিলরা রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে।
রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস-ক্যারিয়ারে এখন পর্যন্ত এই চারটি ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা-দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে