
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এ মৌসুমেই শেষ হবে লিওনেল মেসির দুই বছরের চুক্তি। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়তে চায় না ফরাসি জায়ান্টরা। কিছুদিন আগে তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। বিশ্বকাপের আগে এ বিষয়ে আলোচনা করতে চান না, প্রস্তাব পাওয়ার সময় এমনটা বলে চুক্তি এড়িয়ে গেছেন মেসি।
এ কারণেই হয়তো আশা পাচ্ছে বার্সেলোনা। মেসি ক্যাম্প ন্যুয়ে ফিরবেন মৌসুমের শুরুতেই, বলেছিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা ও কোচ জাভি হার্নান্দেজ। এবার তাঁদের সুরেই কথা বলছেন আন্দ্রেস ইনিয়েস্তাও। তাঁর মতে, ভবিষ্যতে মেসি বার্সাতে ফিরবেন। টিওয়াইসি স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন বার্সা কিংবদন্তি।
বার্সাতে মেসির ফেরা নিয়ে স্প্যানিশ কিংবদন্তি ইনিয়েস্তা বলেছেন, ‘আগের ও এখনকার মেসির মধ্যে অনেক পার্থক্য। কিন্তু সে সব সময় নাম্বার ১। বিষয়টি হচ্ছে, সে আরও পরিপক্ব হচ্ছে, নিজের উন্নতি করছে ও সতীর্থদেরকেও ভালো করতে সহায়তা করছে। মেসির সঙ্গে সতীর্থ হিসেবে জয় ও শিরোপা জেতাটা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। সে যা করতে পারে তা অন্য কাউকে করতে দেখিনি। বার্সায় ফেরাটা তার জন্য সহজ হবে না। কিন্তু লিও ফিরতে পারে। এটি একটি সম্ভাবনা।’
সাবেক কোচ পেপ গার্দিওলার সময় সর্বজয়ী দলের সদস্য ছিলেন মেসি ও ইনিয়েস্তা। সঙ্গে বর্তমান কোচ জাভি মিলে বার্সার মাঝমাঠের কিংবদন্তি ‘ত্রিফলা’ ছিলেন তাঁরা। কিছুদিন পরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপে মেসির দল কেমন করবে তা নিয়েও কথা বলেছেন স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপজয়ী তারকা।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো সম্ভাবনা দেখছেন ইনেয়েস্তা। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ জিততে পারে এমন দলের মধ্যে আর্জেন্টিনা অন্যতম। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে তাদের দলটা দারুণ। এ মুহূর্তে তারা ভালো ফর্মেও আছে। মেসি দলে থাকা মানেই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তারা। এ ছাড়া ব্রাজিল, স্পেন ও ফ্রান্সও আছে এ তালিকাতে। যদি লিও বিশ্বকাপ জেতে, সতীর্থ (ক্লাব) হিসেবে খুব খুশি হব।’

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এ মৌসুমেই শেষ হবে লিওনেল মেসির দুই বছরের চুক্তি। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়তে চায় না ফরাসি জায়ান্টরা। কিছুদিন আগে তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। বিশ্বকাপের আগে এ বিষয়ে আলোচনা করতে চান না, প্রস্তাব পাওয়ার সময় এমনটা বলে চুক্তি এড়িয়ে গেছেন মেসি।
এ কারণেই হয়তো আশা পাচ্ছে বার্সেলোনা। মেসি ক্যাম্প ন্যুয়ে ফিরবেন মৌসুমের শুরুতেই, বলেছিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা ও কোচ জাভি হার্নান্দেজ। এবার তাঁদের সুরেই কথা বলছেন আন্দ্রেস ইনিয়েস্তাও। তাঁর মতে, ভবিষ্যতে মেসি বার্সাতে ফিরবেন। টিওয়াইসি স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন বার্সা কিংবদন্তি।
বার্সাতে মেসির ফেরা নিয়ে স্প্যানিশ কিংবদন্তি ইনিয়েস্তা বলেছেন, ‘আগের ও এখনকার মেসির মধ্যে অনেক পার্থক্য। কিন্তু সে সব সময় নাম্বার ১। বিষয়টি হচ্ছে, সে আরও পরিপক্ব হচ্ছে, নিজের উন্নতি করছে ও সতীর্থদেরকেও ভালো করতে সহায়তা করছে। মেসির সঙ্গে সতীর্থ হিসেবে জয় ও শিরোপা জেতাটা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। সে যা করতে পারে তা অন্য কাউকে করতে দেখিনি। বার্সায় ফেরাটা তার জন্য সহজ হবে না। কিন্তু লিও ফিরতে পারে। এটি একটি সম্ভাবনা।’
সাবেক কোচ পেপ গার্দিওলার সময় সর্বজয়ী দলের সদস্য ছিলেন মেসি ও ইনিয়েস্তা। সঙ্গে বর্তমান কোচ জাভি মিলে বার্সার মাঝমাঠের কিংবদন্তি ‘ত্রিফলা’ ছিলেন তাঁরা। কিছুদিন পরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপে মেসির দল কেমন করবে তা নিয়েও কথা বলেছেন স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপজয়ী তারকা।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো সম্ভাবনা দেখছেন ইনেয়েস্তা। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ জিততে পারে এমন দলের মধ্যে আর্জেন্টিনা অন্যতম। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে তাদের দলটা দারুণ। এ মুহূর্তে তারা ভালো ফর্মেও আছে। মেসি দলে থাকা মানেই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তারা। এ ছাড়া ব্রাজিল, স্পেন ও ফ্রান্সও আছে এ তালিকাতে। যদি লিও বিশ্বকাপ জেতে, সতীর্থ (ক্লাব) হিসেবে খুব খুশি হব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে