
তাঁর অধীনেই অন্য এক আর্জেন্টিনাকে দেখছে ফুটবল বিশ্ব। আলবিসেলেস্তেদের ২৮ বছরের শিরোপার খরাও কাটিয়েছেন তিনি। এ বছরই তাঁর হাত ধরে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনাকে ক্রমাগত সাফল্য এনে দেওয়া সেই লিওনেল স্কালোনি এবার জায়গা পেয়েছেন ফিফার ২০২১ সালের সেরা কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায়।
গতকাল সোমবার রাতে পুরুষ ফুটবলের বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা সাতজনের তালিকা প্রকাশ করেছে ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত সময়কে বিবেচনায় নিয়ে করা হয়েছে এই তালিকা। এই সময়ের মধ্যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন স্কালোনি। এরই মধ্যে তাঁর অধীনে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন মেসি-দি মারিয়ারা।
এমনিতে স্কালোনির অধীনে দারুণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা তো সে কথাই বলছে। আর্জেন্টিনার এই সাফল্যের বড় কৃতিত্ব স্কালোনির। সেই সাফল্যের ধারাবাহিকতায় তো বছরসেরা কোচ হওয়ার সাতজনের দৌড়ে আছেন তিনি। জানুয়ারির শুরুর দিকে সাতজনের তালিকা কমে আসবে তিনজনে। তবে সেরা হওয়াটা নিশ্চিতভাবেই স্কালোনির জন্য বিশেষ কিছুই হবে।
স্কালোনি ছাড়াও গত মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের দেখা পাওয়া রবার্তো মানচিনি, দিয়েগো সিমিওনে, টমাস টুখেলরাও আছেন এই তালিকায়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বছরের সেরা কোচের নাম।
বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা:
অ্যান্থনিও কন্তে (ইন্টার মিলান/টটেনহ্যাম), হান্সি ফ্লিক (বায়ার্ন মিউনিখ, জার্মানি), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), রবার্তো মানচিনি (ইতালি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), দিয়েগো সিমিওনে (অ্যাতলেতিকো মাদ্রিদ), টমাস টুখেল (চেলসি)।

তাঁর অধীনেই অন্য এক আর্জেন্টিনাকে দেখছে ফুটবল বিশ্ব। আলবিসেলেস্তেদের ২৮ বছরের শিরোপার খরাও কাটিয়েছেন তিনি। এ বছরই তাঁর হাত ধরে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনাকে ক্রমাগত সাফল্য এনে দেওয়া সেই লিওনেল স্কালোনি এবার জায়গা পেয়েছেন ফিফার ২০২১ সালের সেরা কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায়।
গতকাল সোমবার রাতে পুরুষ ফুটবলের বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা সাতজনের তালিকা প্রকাশ করেছে ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত সময়কে বিবেচনায় নিয়ে করা হয়েছে এই তালিকা। এই সময়ের মধ্যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন স্কালোনি। এরই মধ্যে তাঁর অধীনে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন মেসি-দি মারিয়ারা।
এমনিতে স্কালোনির অধীনে দারুণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা তো সে কথাই বলছে। আর্জেন্টিনার এই সাফল্যের বড় কৃতিত্ব স্কালোনির। সেই সাফল্যের ধারাবাহিকতায় তো বছরসেরা কোচ হওয়ার সাতজনের দৌড়ে আছেন তিনি। জানুয়ারির শুরুর দিকে সাতজনের তালিকা কমে আসবে তিনজনে। তবে সেরা হওয়াটা নিশ্চিতভাবেই স্কালোনির জন্য বিশেষ কিছুই হবে।
স্কালোনি ছাড়াও গত মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের দেখা পাওয়া রবার্তো মানচিনি, দিয়েগো সিমিওনে, টমাস টুখেলরাও আছেন এই তালিকায়। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বছরের সেরা কোচের নাম।
বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা:
অ্যান্থনিও কন্তে (ইন্টার মিলান/টটেনহ্যাম), হান্সি ফ্লিক (বায়ার্ন মিউনিখ, জার্মানি), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), রবার্তো মানচিনি (ইতালি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), দিয়েগো সিমিওনে (অ্যাতলেতিকো মাদ্রিদ), টমাস টুখেল (চেলসি)।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৬ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে