
ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হয়েছে আরও আগেই। এমনকি দ্বিতীয় স্থানও নিশ্চিত। কিন্তু তবু শেষ হচ্ছে না উত্তেজনা–রোমাঞ্চের।
এখনো যে মীমাংসা হলো না তৃতীয় ও চতুর্থ স্থানের। সবার চোখ এখন তাই শেষ দিনের লড়াইয়ে। দুই ম্যানচেস্টারের সঙ্গে অন্য কোন দুই দল চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে, তা জানা যাবে আজ রাতেই। এখন লড়াইয়ে আছে তিন দল—চেলসি, লেস্টার সিটি ও লিভারপুল। তিন দলেরই সুযোগ আছে সেরা চারে জায়গা করে নেওয়ার।
শেষ ম্যাচে মাঠে নামার আগে ৩ নম্বর স্থানটি দখলে আছে চেলসির। অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় কোনো হিসাব ছাড়াই ব্লুজদের ৩ নম্বর স্থান নিশ্চিত করবে। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল ও লেস্টার আছে যথাক্রমে ৪ ও ৫–এ। ইয়ুর্গেন ক্লপের দল লেস্টারের চেয়ে চার গোলে এগিয়ে আছে। নিজেদের শেষ ম্যাচে যদি দুই দলই জয় পায়, তবে লেস্টারকে গোল ব্যবধানে টপকাতে হবে লিভারপুলকে। নয়তো ব্র্যান্ডন রজার্সের দলকে পাঁচে থেকেই সন্তুষ্ট থাকতে হবে।
লেস্টারের জন্য চার গোলের ব্যবধান কমানোর কাজটা বেশ কঠিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার্স। অন্যদিকে লিভারপুলকে লড়তে হবে ক্রিস্টাল প্যালেসের মতো তুলনামূলক পিছিয়ে থাকা দলের সঙ্গে। ত্রিমুখী এ লড়াইয়ে নতুন বাঁক আসবে যদি চেলসি পয়েন্ট হারায়। সে ক্ষেত্রে নিজ নিজ ম্যাচ জিতলে সেরা চারে ঢুকে পড়বে লেস্টার ও লিভারপুল। তাই শেষ দিনের লড়াইয়ে যেকোনো কিছুই সম্ভব।
রোনালদোরা কি পারবেন?
প্রিমিয়ার লিগের মতো একই অবস্থা সিরি ‘আ’তেও। এসি মিলান, নাপোলি এবং জুভেন্টাস–তিন দলেরই সুযোগ আছে সেরা চারে থাকার। তিনে থাকা এসি মিলানের কাজটা যদিও কঠিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দুইয়ে থাকা আতালান্তা। এ ম্যাচ জিতলে অবশ্য এসি মিলানের সেরা চারে থাকা নিশ্চিত হবে। একইভাবে ভেরোনার সঙ্গে জয় পেলে সেরা চার নিশ্চিত হবে নাপোলির। সে ক্ষেত্রে সেরা চারের লড়াই থেকে ছিটকে যেতে হবে জুভেন্টাসকে। তবে নাপোলি বা মিলান হারলেই পথ খুলবে জুভদের। তবে রোনালদোদের প্রথম কাজ ম্যাচ জিতে নিজেদের কাজ সেরে রাখা।

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হয়েছে আরও আগেই। এমনকি দ্বিতীয় স্থানও নিশ্চিত। কিন্তু তবু শেষ হচ্ছে না উত্তেজনা–রোমাঞ্চের।
এখনো যে মীমাংসা হলো না তৃতীয় ও চতুর্থ স্থানের। সবার চোখ এখন তাই শেষ দিনের লড়াইয়ে। দুই ম্যানচেস্টারের সঙ্গে অন্য কোন দুই দল চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে, তা জানা যাবে আজ রাতেই। এখন লড়াইয়ে আছে তিন দল—চেলসি, লেস্টার সিটি ও লিভারপুল। তিন দলেরই সুযোগ আছে সেরা চারে জায়গা করে নেওয়ার।
শেষ ম্যাচে মাঠে নামার আগে ৩ নম্বর স্থানটি দখলে আছে চেলসির। অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় কোনো হিসাব ছাড়াই ব্লুজদের ৩ নম্বর স্থান নিশ্চিত করবে। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল ও লেস্টার আছে যথাক্রমে ৪ ও ৫–এ। ইয়ুর্গেন ক্লপের দল লেস্টারের চেয়ে চার গোলে এগিয়ে আছে। নিজেদের শেষ ম্যাচে যদি দুই দলই জয় পায়, তবে লেস্টারকে গোল ব্যবধানে টপকাতে হবে লিভারপুলকে। নয়তো ব্র্যান্ডন রজার্সের দলকে পাঁচে থেকেই সন্তুষ্ট থাকতে হবে।
লেস্টারের জন্য চার গোলের ব্যবধান কমানোর কাজটা বেশ কঠিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার্স। অন্যদিকে লিভারপুলকে লড়তে হবে ক্রিস্টাল প্যালেসের মতো তুলনামূলক পিছিয়ে থাকা দলের সঙ্গে। ত্রিমুখী এ লড়াইয়ে নতুন বাঁক আসবে যদি চেলসি পয়েন্ট হারায়। সে ক্ষেত্রে নিজ নিজ ম্যাচ জিতলে সেরা চারে ঢুকে পড়বে লেস্টার ও লিভারপুল। তাই শেষ দিনের লড়াইয়ে যেকোনো কিছুই সম্ভব।
রোনালদোরা কি পারবেন?
প্রিমিয়ার লিগের মতো একই অবস্থা সিরি ‘আ’তেও। এসি মিলান, নাপোলি এবং জুভেন্টাস–তিন দলেরই সুযোগ আছে সেরা চারে থাকার। তিনে থাকা এসি মিলানের কাজটা যদিও কঠিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দুইয়ে থাকা আতালান্তা। এ ম্যাচ জিতলে অবশ্য এসি মিলানের সেরা চারে থাকা নিশ্চিত হবে। একইভাবে ভেরোনার সঙ্গে জয় পেলে সেরা চার নিশ্চিত হবে নাপোলির। সে ক্ষেত্রে সেরা চারের লড়াই থেকে ছিটকে যেতে হবে জুভেন্টাসকে। তবে নাপোলি বা মিলান হারলেই পথ খুলবে জুভদের। তবে রোনালদোদের প্রথম কাজ ম্যাচ জিতে নিজেদের কাজ সেরে রাখা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
২ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
৩ ঘণ্টা আগে