Ajker Patrika

অনূর্ধ্ব-২৩ দল

বাহরাইনে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, ঠিক হয়নি কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯: ৪৯
অনূর্ধ্ব-২৩ দলে খেলবেন ফাহামিদুল ইসলাম। ছবি: ফেসবুক
অনূর্ধ্ব-২৩ দলে খেলবেন ফাহামিদুল ইসলাম। ছবি: ফেসবুক

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সেপ্টেম্বরে একই সময়ে রয়েছে জাতীয় দলের খেলাও। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। কোচ হাভিয়ের কাবরেরাও তাই তা নিয়ে ব্যস্ত থাকবেন। এশিয়ান গেমসে অবশ্য অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু এবার আর সেই সুযোগ নেই।

কোচ হিসেবে মারুফুল হক, জুলফিকার আলী মিন্টু ও মাসুদ কায়সার পারভেজকে প্রস্তাব দেওয়া হলেও তাঁরা কেউ আগ্রহী হননি। দিন শেষে হয়তো বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর কাঁধেই দেওয়া হবে সেই দায়িত্ব।

আগস্টে ফর্টিসের মাঠে শুরু হতে পারে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ে ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সবগুলো ম্যাচ হবে ভিয়েত ত্রি স্টেডিয়ামে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ৫ দিন আগে ভিয়েতনামে যাবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ