Ajker Patrika

১০ জনের বার্সেলোনার এত দাপট

ক্রীড়া ডেস্ক     
১০ জনের দলে পরিণত হলেও বার্সেলোনা ম্যাচ জিতেছে ৪-১ গোলে। ছবি: এএফপি
১০ জনের দলে পরিণত হলেও বার্সেলোনা ম্যাচ জিতেছে ৪-১ গোলে। ছবি: এএফপি

বার্সেলোনাকে হারানো যে এই মুহূর্তে অন্যতম কঠিন এক কাজ। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত দলটি। পিছিয়ে পড়ে ম্যাচ জেতা বা ড্র করার ঘটনা তো রয়েছেই। এমনকি খেলোয়াড় কমে গেলেও কাতালানরা ম্যাচ জয়ের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলছে না।

র‍্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে লা লিগায় গত রাতে বার্সেলোনা খেলেছে সেভিয়ার বিপক্ষে। ম্যাচে গতকাল ৬২ মিনিটে সেভিয়ার মিডফিল্ডার জিবরিল সো-এর সঙ্গে চ্যালেঞ্জ করতে যান বার্সেলোনার ফারমিন লোপেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই করে লাল কার্ড দেওয়া হয় লোপেজকে।

১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা গত রাতে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। এত দাপট দেখিয়ে কীভাবে খেলল দলটি, ম্যাচ শেষে সেটার ব্যাখ্যা দিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। কাতালানদের কোচ বলেন, ‘১০ জনের দল নিয়ে খেলা ভিন্ন কিছু এবং আমরা ভালো খেলেছি। মাঠ থেকে তাড়িয়ে দেওয়ায় ফারমিন হতাশ ছিল। তবে সে গুরুত্বপূর্ণ এক গোল করেছে। এমন কিছু হতেই পারে। ৪-৪-১ নিয়ে কীভাবে খেলতে হয় এবং রক্ষণভাগ সামলাতে হয়, সেই শিক্ষা পেলাম।’

৪-১ গোলের জয়ে লা লিগায় বার্সেলোনার পয়েন্ট হলো ৪৮। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় দলটি এখন রয়েছে তিন নম্বরে। ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৯। লা লিগার পয়েন্ট তালিকার প্রথম তিনে থাকা দল তিনটিই খেলেছে ২৩টি করে ম্যাচ। ফ্লিক জানিয়েছেন অন্যদের পারফরম্যান্সের চেয়ে তারা এই মুহূর্তে নিজেদের নিয়েই বেশি ভাবছেন। বার্সা কোচ বলেন, ‘আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো। তবে এই মুহূর্তে নিজেরা যা করছি, সেগুলো নিয়েই ভাবছি। ম্যাচ আমাদের জিততে হবে এবং অন্যরা কী করছে, সেদিকে চিন্তা করার সময় নেই।’

৮ মিনিটেই গত রাতে বার্সেলোনা-সেভিয়া ম্যাচ ১-১ গোলে পরিণত হয়। ৭ মিনিটে বার্সেলোনার রবার্ট লেভানডফস্কি ম্যাচে প্রথম গোল করেন। সেভিয়ার স্ট্রাইকার রুবেন ভারগাস ৮ মিনিটে সমতাসূচক গোল করেন। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর ৪৬ মিনিটে গাভির পরিবর্তে লোপেজকে মাঠে নামায় বার্সেলোনা। মাঠে নামতে না নামতেই পেদ্রির অ্যাসিস্টে গোল করেন লোপেজ। বার্সার অপর দুই গোল ৫৫ ও ৮৯ মিনিটে করেন রাফিনিয়া ও এরিক গার্সিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

ভারত নির্ভরতা কাটাতে নীতি তৈরি করেছি: ফয়েজ আহমদ তৈয়্যব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত