
বার্সেলোনাকে হারানো যে এই মুহূর্তে অন্যতম কঠিন এক কাজ। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত দলটি। পিছিয়ে পড়ে ম্যাচ জেতা বা ড্র করার ঘটনা তো রয়েছেই। এমনকি খেলোয়াড় কমে গেলেও কাতালানরা ম্যাচ জয়ের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলছে না।
র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে লা লিগায় গত রাতে বার্সেলোনা খেলেছে সেভিয়ার বিপক্ষে। ম্যাচে গতকাল ৬২ মিনিটে সেভিয়ার মিডফিল্ডার জিবরিল সো-এর সঙ্গে চ্যালেঞ্জ করতে যান বার্সেলোনার ফারমিন লোপেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই করে লাল কার্ড দেওয়া হয় লোপেজকে।
১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা গত রাতে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। এত দাপট দেখিয়ে কীভাবে খেলল দলটি, ম্যাচ শেষে সেটার ব্যাখ্যা দিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। কাতালানদের কোচ বলেন, ‘১০ জনের দল নিয়ে খেলা ভিন্ন কিছু এবং আমরা ভালো খেলেছি। মাঠ থেকে তাড়িয়ে দেওয়ায় ফারমিন হতাশ ছিল। তবে সে গুরুত্বপূর্ণ এক গোল করেছে। এমন কিছু হতেই পারে। ৪-৪-১ নিয়ে কীভাবে খেলতে হয় এবং রক্ষণভাগ সামলাতে হয়, সেই শিক্ষা পেলাম।’
৪-১ গোলের জয়ে লা লিগায় বার্সেলোনার পয়েন্ট হলো ৪৮। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় দলটি এখন রয়েছে তিন নম্বরে। ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৯। লা লিগার পয়েন্ট তালিকার প্রথম তিনে থাকা দল তিনটিই খেলেছে ২৩টি করে ম্যাচ। ফ্লিক জানিয়েছেন অন্যদের পারফরম্যান্সের চেয়ে তারা এই মুহূর্তে নিজেদের নিয়েই বেশি ভাবছেন। বার্সা কোচ বলেন, ‘আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো। তবে এই মুহূর্তে নিজেরা যা করছি, সেগুলো নিয়েই ভাবছি। ম্যাচ আমাদের জিততে হবে এবং অন্যরা কী করছে, সেদিকে চিন্তা করার সময় নেই।’
৮ মিনিটেই গত রাতে বার্সেলোনা-সেভিয়া ম্যাচ ১-১ গোলে পরিণত হয়। ৭ মিনিটে বার্সেলোনার রবার্ট লেভানডফস্কি ম্যাচে প্রথম গোল করেন। সেভিয়ার স্ট্রাইকার রুবেন ভারগাস ৮ মিনিটে সমতাসূচক গোল করেন। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর ৪৬ মিনিটে গাভির পরিবর্তে লোপেজকে মাঠে নামায় বার্সেলোনা। মাঠে নামতে না নামতেই পেদ্রির অ্যাসিস্টে গোল করেন লোপেজ। বার্সার অপর দুই গোল ৫৫ ও ৮৯ মিনিটে করেন রাফিনিয়া ও এরিক গার্সিয়া।

বার্সেলোনাকে হারানো যে এই মুহূর্তে অন্যতম কঠিন এক কাজ। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত দলটি। পিছিয়ে পড়ে ম্যাচ জেতা বা ড্র করার ঘটনা তো রয়েছেই। এমনকি খেলোয়াড় কমে গেলেও কাতালানরা ম্যাচ জয়ের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলছে না।
র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে লা লিগায় গত রাতে বার্সেলোনা খেলেছে সেভিয়ার বিপক্ষে। ম্যাচে গতকাল ৬২ মিনিটে সেভিয়ার মিডফিল্ডার জিবরিল সো-এর সঙ্গে চ্যালেঞ্জ করতে যান বার্সেলোনার ফারমিন লোপেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই করে লাল কার্ড দেওয়া হয় লোপেজকে।
১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা গত রাতে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। এত দাপট দেখিয়ে কীভাবে খেলল দলটি, ম্যাচ শেষে সেটার ব্যাখ্যা দিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। কাতালানদের কোচ বলেন, ‘১০ জনের দল নিয়ে খেলা ভিন্ন কিছু এবং আমরা ভালো খেলেছি। মাঠ থেকে তাড়িয়ে দেওয়ায় ফারমিন হতাশ ছিল। তবে সে গুরুত্বপূর্ণ এক গোল করেছে। এমন কিছু হতেই পারে। ৪-৪-১ নিয়ে কীভাবে খেলতে হয় এবং রক্ষণভাগ সামলাতে হয়, সেই শিক্ষা পেলাম।’
৪-১ গোলের জয়ে লা লিগায় বার্সেলোনার পয়েন্ট হলো ৪৮। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় দলটি এখন রয়েছে তিন নম্বরে। ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৯। লা লিগার পয়েন্ট তালিকার প্রথম তিনে থাকা দল তিনটিই খেলেছে ২৩টি করে ম্যাচ। ফ্লিক জানিয়েছেন অন্যদের পারফরম্যান্সের চেয়ে তারা এই মুহূর্তে নিজেদের নিয়েই বেশি ভাবছেন। বার্সা কোচ বলেন, ‘আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো। তবে এই মুহূর্তে নিজেরা যা করছি, সেগুলো নিয়েই ভাবছি। ম্যাচ আমাদের জিততে হবে এবং অন্যরা কী করছে, সেদিকে চিন্তা করার সময় নেই।’
৮ মিনিটেই গত রাতে বার্সেলোনা-সেভিয়া ম্যাচ ১-১ গোলে পরিণত হয়। ৭ মিনিটে বার্সেলোনার রবার্ট লেভানডফস্কি ম্যাচে প্রথম গোল করেন। সেভিয়ার স্ট্রাইকার রুবেন ভারগাস ৮ মিনিটে সমতাসূচক গোল করেন। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর ৪৬ মিনিটে গাভির পরিবর্তে লোপেজকে মাঠে নামায় বার্সেলোনা। মাঠে নামতে না নামতেই পেদ্রির অ্যাসিস্টে গোল করেন লোপেজ। বার্সার অপর দুই গোল ৫৫ ও ৮৯ মিনিটে করেন রাফিনিয়া ও এরিক গার্সিয়া।

একটা সময় মনে হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করেছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৫ মিনিট আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৪৪ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৬ ঘণ্টা আগে