
প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স

প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে