
প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স

প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
৩২ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
১ ঘণ্টা আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে