এক টিকিটে গতকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে দুই খেলা দেখেছেন দর্শকেরা। এএফসি এশিয়ান কাপের ফাইনাল দেখতে এসে বাড়তি বিনোদন পেয়েছেন তাঁরা। ফুটবল খেলা দেখতে এসে ম্যাজিশিয়ানের দেখাও পেয়েছেন স্টেডিয়াম ভর্তি দর্শকেরা। ম্যাজিশিয়ান বনে গিয়েছিলেন আকরাম আফিফ।
ফাইনালে হ্যাটট্রিক করে কাতারকে ৩-১ গোলের ব্যবধানে টানা দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন আফিফ। হ্যাটট্রিকের তিনটি গোলই এসেছে পেনাল্টিতে। জর্ডানের বিপক্ষে প্রথম সফল স্পটকিকের পরেই দর্শকদের বাড়তি বিনোদন দিয়েছেন তিনি। খেলা দেখতে আসা ৮৫,০০০ দর্শককে ম্যাজিক দেখিয়েছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।
প্রথম গোল উদ্যাপনের সময় ডান পায়ের হুইজ থেকে একটি কার্ড বের করে ম্যাজিক দেখান আফিফ। কার্ডে লেখা ছিল ইংরেজি বর্ণ ‘এস’। ম্যাজিক দেখানোর সময় তাঁর এই উদ্যাপনের অর্থ তখন কেউ বুঝতে না পারলেও ম্যাচ শেষে ব্যাখ্যা করেছেন কাতারের ফরোয়ার্ড।
প্রথমবারের মতো আফিফের স্ত্রী খেলা দেখতে এসেছিলেন মাঠে। তাই স্ত্রীর আগমনকে স্বাগত জানাতে বনে গেলেন ম্যাজিশিয়ান। হ্যাটট্রিক এবং শিরোপাও স্ত্রীকেই উৎসর্গ করেছেন তিনি। তবে স্ত্রীর নামের প্রথম বর্ণ জানিয়ে দিলেও পুরো নাম বলেননি তিনি। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘এস আমার স্ত্রীর নামের প্রথম বর্ণ। প্রথমবারের মতো সে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছে। আমার স্ত্রীকে সমস্ত পুরস্কার দিতে চাই।’
এবারের এশিয়ান কাপে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আফিফ। সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
এক টিকিটে গতকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে দুই খেলা দেখেছেন দর্শকেরা। এএফসি এশিয়ান কাপের ফাইনাল দেখতে এসে বাড়তি বিনোদন পেয়েছেন তাঁরা। ফুটবল খেলা দেখতে এসে ম্যাজিশিয়ানের দেখাও পেয়েছেন স্টেডিয়াম ভর্তি দর্শকেরা। ম্যাজিশিয়ান বনে গিয়েছিলেন আকরাম আফিফ।
ফাইনালে হ্যাটট্রিক করে কাতারকে ৩-১ গোলের ব্যবধানে টানা দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন আফিফ। হ্যাটট্রিকের তিনটি গোলই এসেছে পেনাল্টিতে। জর্ডানের বিপক্ষে প্রথম সফল স্পটকিকের পরেই দর্শকদের বাড়তি বিনোদন দিয়েছেন তিনি। খেলা দেখতে আসা ৮৫,০০০ দর্শককে ম্যাজিক দেখিয়েছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।
প্রথম গোল উদ্যাপনের সময় ডান পায়ের হুইজ থেকে একটি কার্ড বের করে ম্যাজিক দেখান আফিফ। কার্ডে লেখা ছিল ইংরেজি বর্ণ ‘এস’। ম্যাজিক দেখানোর সময় তাঁর এই উদ্যাপনের অর্থ তখন কেউ বুঝতে না পারলেও ম্যাচ শেষে ব্যাখ্যা করেছেন কাতারের ফরোয়ার্ড।
প্রথমবারের মতো আফিফের স্ত্রী খেলা দেখতে এসেছিলেন মাঠে। তাই স্ত্রীর আগমনকে স্বাগত জানাতে বনে গেলেন ম্যাজিশিয়ান। হ্যাটট্রিক এবং শিরোপাও স্ত্রীকেই উৎসর্গ করেছেন তিনি। তবে স্ত্রীর নামের প্রথম বর্ণ জানিয়ে দিলেও পুরো নাম বলেননি তিনি। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘এস আমার স্ত্রীর নামের প্রথম বর্ণ। প্রথমবারের মতো সে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছে। আমার স্ত্রীকে সমস্ত পুরস্কার দিতে চাই।’
এবারের এশিয়ান কাপে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আফিফ। সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
গোল, শিরোপা অর্জন, ভক্ত-সমর্থকদের ভালোবাসা—কোনো কিছুরই তো অভাব নেই লিওনেল মেসির। বিশ্বের যে মাঠেই তিনি খেলতে যান, তাঁকে দেখতে দর্শকেরা উন্মুখ হয়ে থাকেন। ‘মেসি ১০’ নম্বর জার্সি পরে মাঠে দর্শকদের দেখা যায় অহরহ।
২ ঘণ্টা আগেবল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের সঙ্গে রয়েছে বাউন্সার। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে মোকাবিলা করতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন ব্যাটাররা।
২ ঘণ্টা আগেসোনালি সময়টা অনেক আগেই পার করে এসেছে জিম্বাবুয়ে। আইসিসির ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতেই এখন ব্যর্থ হয় তারা। বড় মঞ্চে না থাকলেও ক্রিকেট আর পরিসংখ্যানে—জিম্বাবুয়ের নামটি সামনে আসবেই। আগামী রোববার বাংলাদেশ সফরে প্রথম টেস্ট খেলতে নামবেন ক্রেইগ এরভিন-শন উইলিয়ামসরা।
৩ ঘণ্টা আগেদাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।
৪ ঘণ্টা আগে