
কাতার বিশ্বকাপের জন্য গতকাল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনার পত্রিকা দারিও ওলেকে নিজের চিন্তা ও অনুভূতির কথা জানিয়েছেন মেসি। তাঁর মতে, ২০১৪ সালের বিশ্বকাপের দলের সঙ্গে এবারের দলটির অনেক মিল আছে।
২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছিল মেসি-দি মারিয়াদের। অতিরিক্ত সময়ে মারিও গোটশের একমাত্র গোলে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরেছিল তাঁরা।
মাঝে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপটাও হতাশায় কেটেছে আর্জেন্টিনার। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তাদের। তবে এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে যাচ্ছে তারা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড তেমনটিই জানাচ্ছে।
আর্জেন্টিনার এবারের স্কোয়াড নিয়ে দলনেতা মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপে আমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলাম। এটি অবিস্মরণীয় এক অভিজ্ঞতা ছিল। আমি অনেক উপভোগ করেছিলাম। আমার কাছে স্পষ্ট হয়েছে যে, দলের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল হওয়া। যা শেষ পর্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ লক্ষ্যে নিয়ে যায়। ২০১৪ সালের স্কোয়াডের সঙ্গে এবারের অনেক মিল অনুভব করছি। সেই দলটা যেভাবে গড়া হয়েছিল, এটাও তাই। মানসিক শক্তির জায়গাতেও একই।’
এবারের বিশ্বকাপেই তাঁর শেষ বিশ্বকাপ এমনটি কিছুদিন আগে নিজেই জানিয়েছেন মেসি। এ জন্য ফুটবল জাদুকর নিশ্চয়ই চাইবেন, বিশ্বকাপ জিতে অবসর নিতে। সঙ্গে সতীর্থরাও চাইবেন আর্জেন্টাইন কিংবদন্তির শেষটা রাঙিয়ে দিতে। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের পরের দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

কাতার বিশ্বকাপের জন্য গতকাল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনার পত্রিকা দারিও ওলেকে নিজের চিন্তা ও অনুভূতির কথা জানিয়েছেন মেসি। তাঁর মতে, ২০১৪ সালের বিশ্বকাপের দলের সঙ্গে এবারের দলটির অনেক মিল আছে।
২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছিল মেসি-দি মারিয়াদের। অতিরিক্ত সময়ে মারিও গোটশের একমাত্র গোলে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরেছিল তাঁরা।
মাঝে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপটাও হতাশায় কেটেছে আর্জেন্টিনার। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তাদের। তবে এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে যাচ্ছে তারা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড তেমনটিই জানাচ্ছে।
আর্জেন্টিনার এবারের স্কোয়াড নিয়ে দলনেতা মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপে আমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলাম। এটি অবিস্মরণীয় এক অভিজ্ঞতা ছিল। আমি অনেক উপভোগ করেছিলাম। আমার কাছে স্পষ্ট হয়েছে যে, দলের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল হওয়া। যা শেষ পর্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ লক্ষ্যে নিয়ে যায়। ২০১৪ সালের স্কোয়াডের সঙ্গে এবারের অনেক মিল অনুভব করছি। সেই দলটা যেভাবে গড়া হয়েছিল, এটাও তাই। মানসিক শক্তির জায়গাতেও একই।’
এবারের বিশ্বকাপেই তাঁর শেষ বিশ্বকাপ এমনটি কিছুদিন আগে নিজেই জানিয়েছেন মেসি। এ জন্য ফুটবল জাদুকর নিশ্চয়ই চাইবেন, বিশ্বকাপ জিতে অবসর নিতে। সঙ্গে সতীর্থরাও চাইবেন আর্জেন্টাইন কিংবদন্তির শেষটা রাঙিয়ে দিতে। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের পরের দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৩ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে