লিভারপুলের কাছে অ্যানফিল্ডে ‘সেভেন-আপ’ খাওয়ার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে সমালোচনা চলছিল। সঙ্গে সামাজিকমাধ্যমের ট্রল তো ছিলই। সমালোচনার জবাব যেন গতকাল ওল্ড ট্রাফোর্ডে দিল রেড ডেভিলরা। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। শিষ্যদের এমন পারফরম্যান্সে মুগ্ধ ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
ওল্ড ট্রাফোর্ডে গতকাল ৬ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। এরপর অল্প সময়েই সমতায় ফেরে বেতিস। ৩২ মিনিটে বেতিসের সমতাসূচক গোল করেন আয়োজ পেরেজ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে রেড ডেভিলরা। ৫২,৫৮ ও ৮২ মিনিটে গোল করেছেন অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ ও বাউট ওয়েগহোর্স্ট। ৪-১ গোলের বিশাল জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়েছে ম্যান ইউর। রেড ডেভিলদের এই দুর্দান্ত জয়ে সমর্থকদেরকেও ধন্যবাদ জানিয়েছেন টেন হাগ। ইউনাইটেড কোচ বলেন, ‘এমন পারফরম্যান্সই চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে ঘুরে দাঁড়াতে হবে। সমর্থন দেওয়ার জন্য ভক্তদেরকেও ধন্যবাদ।’
ইউনাইটেডের ৪ গোলের দুটিতে গতকাল অবদান রেখেছেন ফার্নান্দেজ। নিজে এক গোল করেছেন। আর অ্যান্টনিকে গোল করতে সহায়তা করেছেন ফার্নান্দেজ। ইউনাইটেডের এই অ্যাটাকিং মিডফিল্ডারের প্রশংসায় টেন হাগ বলেন, ‘সে (ফার্নান্দেজ) আজ দুর্দান্ত খেলেছে। প্রথম মিনিট থেকেই সে দলকে নেতৃত্ব দিয়েছে। তার খেলায় গতকাল দারুণ ছন্দ ছিল এবং একটা গোল করেছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৯ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে