বিপিএল ফুটবল
আজকের পত্রিকা ডেস্ক

শেখ রাসেল থেকে ঢাকা আবাহনীতে আসার পর এটাই সুমন রেজার প্রথম গোল। আর সেই গোলেই পয়েন্ট হারানো থেকে রক্ষা পেল আবাহনী। আজ ঢাকা ওয়ান্ডারার্সকে তারা ১-০ গোলে হারিয়েছে। এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন আবাহনী।
বিদেশি খেলোয়াড় ছাড়াই জিতে চলেছে আবাহনী। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনেকটাই অনুপযোগী মাঠেই ওয়ান্ডারার্সের মাঠে খেলতে নামে তারা। প্রথমার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আবাহনী। প্রতিপক্ষ আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন আবাহনীর এক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে মারুফুল হকের শিষ্যরা। নিয়মিত আক্রমণ চালিয়ে ওয়ান্ডারার্সকে বেশ চাপে ফেলে দেয় তারা। শেষ পর্যন্ত ৫৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে দূরের পোস্টে সুমন রেজার হেড পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে। আর লিগে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল ওয়ান্ডারার্স।
দিনের আরেক ম্যাচে আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ এফসি। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের কাছে হেরেছিল পুলিশ। আজ ফকিরেরপুলকে দাঁড়াতেই দেয়নি। দলটির হয়ে আল আমিন ছাড়াও একটি করে গোল করেন জয়ন্ত কুমার ও মানিক মোল্লা। আর কিংস অ্যারেনায় হওয়া ফর্টিস আর ব্রাদার্সের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিগের প্রথম ম্যাচে হার আর এই ম্যাচ ড্র করায় মাত্র ১ পয়েন্ট জমা করল ফর্টিস।
তালিকার শীর্ষে এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব আর দুইয়ে রহমতগঞ্জ। আবাহনীর সঙ্গে এই দুই দলের পয়েন্ট সমান ছয় হলেও গোল ব্যবধানে এগিয়ে মোহামেডানই। এই মুহূর্তে চারে ব্রাদার্স। তারা দুই ম্যাচ থেকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছে।

শেখ রাসেল থেকে ঢাকা আবাহনীতে আসার পর এটাই সুমন রেজার প্রথম গোল। আর সেই গোলেই পয়েন্ট হারানো থেকে রক্ষা পেল আবাহনী। আজ ঢাকা ওয়ান্ডারার্সকে তারা ১-০ গোলে হারিয়েছে। এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন আবাহনী।
বিদেশি খেলোয়াড় ছাড়াই জিতে চলেছে আবাহনী। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনেকটাই অনুপযোগী মাঠেই ওয়ান্ডারার্সের মাঠে খেলতে নামে তারা। প্রথমার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আবাহনী। প্রতিপক্ষ আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন আবাহনীর এক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে মারুফুল হকের শিষ্যরা। নিয়মিত আক্রমণ চালিয়ে ওয়ান্ডারার্সকে বেশ চাপে ফেলে দেয় তারা। শেষ পর্যন্ত ৫৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে দূরের পোস্টে সুমন রেজার হেড পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে। আর লিগে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল ওয়ান্ডারার্স।
দিনের আরেক ম্যাচে আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ এফসি। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের কাছে হেরেছিল পুলিশ। আজ ফকিরেরপুলকে দাঁড়াতেই দেয়নি। দলটির হয়ে আল আমিন ছাড়াও একটি করে গোল করেন জয়ন্ত কুমার ও মানিক মোল্লা। আর কিংস অ্যারেনায় হওয়া ফর্টিস আর ব্রাদার্সের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিগের প্রথম ম্যাচে হার আর এই ম্যাচ ড্র করায় মাত্র ১ পয়েন্ট জমা করল ফর্টিস।
তালিকার শীর্ষে এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব আর দুইয়ে রহমতগঞ্জ। আবাহনীর সঙ্গে এই দুই দলের পয়েন্ট সমান ছয় হলেও গোল ব্যবধানে এগিয়ে মোহামেডানই। এই মুহূর্তে চারে ব্রাদার্স। তারা দুই ম্যাচ থেকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছে।

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৩৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে