
কয়েক মাস আগেও রবার্ট লেভানডফস্কির গোলে উদ্বেলিত হয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান। সেই লেভাই গত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নেমেছিলেন বায়ার্নের প্রতিপক্ষ হিসেবে।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচে বায়ার্নের সবচেয়ে বড় হুমকিও ছিলেন লেভা। পোলিশ ‘গোল মেশিনকে’ আটকানো ছিল ডিফেন্ডারদের গুরুদায়িত্ব। সেই দায়িত্ব ভালোভাবেই সামাল দিয়েছেন মানুয়েল নয়ার, দায়োত উপামেকানো, লুকাস হার্নান্দেজরা। কিংবা বলা যায়, লেভা নিজেই সদ্য সাবেক সতীর্থদের সফল হতে দিয়েছেন। একের পর এক সুযোগ নষ্ট করে নিজের কাজে ব্যর্থ তিনি।
সে যাই হোক, শেষ পর্যন্ত লেভানডফস্কিকে গোল করতে না দেওয়ায় তৃপ্তির ঢেকুর তুলছেন নাগেলসমান। বদলে যাওয়া বার্সাকে ২-০ গোলে হারানোর পর তিনি বলেছেন, ‘আমাদের দিক থেকে খুব খুশি যে, আজকে (গত রাতে) লেভানডফস্কি গোল করতে পারেনি।’
চিরচেনা ছন্দে থাকলে কাল প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলতেন লেভানডফস্কি। কিন্তু রাতটি তাঁর ছিল না। হাতের তালুর মতো চেনা মাঠে বায়ার্নের জার্সি গায়ে গোলের বন্যা বইয়ে দেওয়া মানুষটাই ভিন্ন জার্সিতে ছিলেন বিবর্ণ। তাঁর খেলায় বিশেষ কিছু তো ছিলই না, নিজের স্বাভাবিক খেলাটাও যেন ভুলে গিয়েছিলেন।
প্রথমার্ধে লেভানডফস্কির সেই সব ব্যর্থতার চড়া মূল্য বার্সাকে দিতে হয়েছে দ্বিতীয়ার্ধে। গোলমুখে নেওয়া চার শটের দুটিতে সফল হয়েছে বায়ার্ন।
দুই অর্ধে দুই দলের পারফরম্যান্সের গ্রাফও নাগেলসমান ফুটিয়ে তুলেছেন তাঁর কথায়, ‘এটা ঠিক যে, প্রথমার্ধে আমাদের চেয়ে বার্সেলোনা সুযোগ বেশি সৃষ্টি করেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। আমাদের ক্ষিপ্রতা ও কার্যকারিতাই ব্যবধান গড়ে দিয়েছে।’

কয়েক মাস আগেও রবার্ট লেভানডফস্কির গোলে উদ্বেলিত হয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান। সেই লেভাই গত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নেমেছিলেন বায়ার্নের প্রতিপক্ষ হিসেবে।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচে বায়ার্নের সবচেয়ে বড় হুমকিও ছিলেন লেভা। পোলিশ ‘গোল মেশিনকে’ আটকানো ছিল ডিফেন্ডারদের গুরুদায়িত্ব। সেই দায়িত্ব ভালোভাবেই সামাল দিয়েছেন মানুয়েল নয়ার, দায়োত উপামেকানো, লুকাস হার্নান্দেজরা। কিংবা বলা যায়, লেভা নিজেই সদ্য সাবেক সতীর্থদের সফল হতে দিয়েছেন। একের পর এক সুযোগ নষ্ট করে নিজের কাজে ব্যর্থ তিনি।
সে যাই হোক, শেষ পর্যন্ত লেভানডফস্কিকে গোল করতে না দেওয়ায় তৃপ্তির ঢেকুর তুলছেন নাগেলসমান। বদলে যাওয়া বার্সাকে ২-০ গোলে হারানোর পর তিনি বলেছেন, ‘আমাদের দিক থেকে খুব খুশি যে, আজকে (গত রাতে) লেভানডফস্কি গোল করতে পারেনি।’
চিরচেনা ছন্দে থাকলে কাল প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলতেন লেভানডফস্কি। কিন্তু রাতটি তাঁর ছিল না। হাতের তালুর মতো চেনা মাঠে বায়ার্নের জার্সি গায়ে গোলের বন্যা বইয়ে দেওয়া মানুষটাই ভিন্ন জার্সিতে ছিলেন বিবর্ণ। তাঁর খেলায় বিশেষ কিছু তো ছিলই না, নিজের স্বাভাবিক খেলাটাও যেন ভুলে গিয়েছিলেন।
প্রথমার্ধে লেভানডফস্কির সেই সব ব্যর্থতার চড়া মূল্য বার্সাকে দিতে হয়েছে দ্বিতীয়ার্ধে। গোলমুখে নেওয়া চার শটের দুটিতে সফল হয়েছে বায়ার্ন।
দুই অর্ধে দুই দলের পারফরম্যান্সের গ্রাফও নাগেলসমান ফুটিয়ে তুলেছেন তাঁর কথায়, ‘এটা ঠিক যে, প্রথমার্ধে আমাদের চেয়ে বার্সেলোনা সুযোগ বেশি সৃষ্টি করেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। আমাদের ক্ষিপ্রতা ও কার্যকারিতাই ব্যবধান গড়ে দিয়েছে।’

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২৮ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৩ ঘণ্টা আগে