Ajker Patrika

ভারত-বধে শমিতের নাচ কানাডিয়ান প্রিমিয়ার লিগের পেজেও

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৪: ০৩
ভারত ম্যাচের পর উচ্ছ্বসিত শমিত শোম। ছবি: ফাইল ছবি
ভারত ম্যাচের পর উচ্ছ্বসিত শমিত শোম। ছবি: ফাইল ছবি

দীর্ঘ ২২ বছর পর ভারত-বধ বলে কথা। বাধভাঙা উদযাপন তো হবেই। খেলোয়াড় থেকে শুরু করে জাতীয় স্টেডিয়ামের গ্যালারির দর্শকেরাও বাংলাদেশ ফুটবল দলের এই জয় উদযাপন করেছেন। শুধু ঢাকাতেই নয়, সুদূর কানাডাতেও ছড়িয়ে পড়েছে ভারত-বধের উন্মাদনা।

ভারতকে ১-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে বাধভাঙা উদযাপন করেছেন বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১ মিনিটের একটা ভিডিও ছেড়েছে। ক্যাপশন দিয়েছে, ‘লকার রুমের উদযাপনটা এমনই। লাল-সবুজের জার্সিধারীদের অসাধারণ জয়।’ ভিডিওতে শমিত শোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেনদের নাচ দেখে মনে হয়েছে, এই আনন্দ যেন থামার নয়। বিশেষ করে, শমিত নাচছিলেন অনেকটা বক্সারদের মতো। তাঁর এই নাচ নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগ একটি রিলস বানিয়েছে। ক্যাপশনে লেখা, ‘আমরা জানতামই না শাম (শমিত) এভাবে নাচতে পারেন।’

কানাডিয়ান প্রিমিয়ার লিগে শমিত খেলেন কাভালরি এফসির হয়ে। কানাডাতেও কয়েকবার সপ্তাহের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন। গতকাল ভারত-বধের পর সোনারগাঁও হোটেলে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘অনেক খুশি, অনেক খুশি।’ ২২ বছর পর ভারতকে হারালেও এএফসি এশিয়ান কাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বের এই ম্যাচে ১-০ গোলে জয়ের পর বাংলাদেশের পয়েন্ট হয়েছে ৫। ১১ মিনিটে একমাত্র এই গোল করেছেন শেখ মোরসালিন। ‘সি’ গ্রুপে এখন তিন নম্বরে অবস্থান করছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিঙ্গাপুর। দুই ও চারে থাকা হংকং ও ভারতের পয়েন্ট ৫ ও ২।

ক্রিকেটে জয়ের পর ড্রেসিংরুমে নাচানাচি, বাধভাঙা উদযাপনের দৃশ্য তো কতবারই দেখেছেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। ড্রেসিংরুমে কোনো উদযাপনের উপলক্ষ্যর ভিডিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফেসবুকে আপলোড করার পর হয়েছে ভাইরাল। তবে গতকাল জাতীয় স্টেডিয়ামে ভারত বধের পর বাংলাদেশ ফুটবল দলের এই উদযাপন যেন ছাড়িয়ে গেছে সবকিছুকেই। ক্রিকেটারদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই আনন্দ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাসকিন আহমেদ লিখেছেন, ‘ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে অসংখ্য অভিনন্দন।’ মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ভারতের বিপক্ষে ১-০ গোলের অবিশ্বাস্য জয়ের পর বাংলাদেকে ফুটবল দলকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন।’ বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ দেখতে গতকাল জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। আজ সিমন্সের দল মিরপুরে খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ