
২০২৫ ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটি নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। সেই লক্ষ্য সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে উঠে গেছে নকআউট পর্বে। বাংলাদেশ সময় আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সিটিজেনরা।
এবারের ক্লাব বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটি দিয়েছে ৮ গোল। কোনো গোল এখন পর্যন্ত তারা হজম করেনি। যার মধ্যে ১৮ জুন উইদাদ এসিকে ২-০ গোলে হারিয়েছে সিটি। বাংলাদেশ সময় আজ সকালে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে আমিরাতের আল আইনকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে পেপ গার্দিওলার সিটি।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির ৬ গোলের মধ্যে দুই গোল করেন ইলকায় গুনদোয়ান। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার ম্যাচের ৮ মিনিটে কর্নার থেকে শুরু হওয়া আক্রমণের পাস রিসিভ করেন। এক পর্যায়ে গুনদোয়ান চিপ করে আল আইনের গোলরক্ষক খালিদ ইসার মাথার ওপর দিয়ে গোল করেন। ২৭ মিনিটে ফ্রি কিক থেকে সিটির দ্বিতীয় গোল করেন ক্লদিও এচেভেরি। আর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন আর্লিং হালান্ড। প্রথমার্ধ সিটি শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সিটি করে তিন গোল। যেখানে ৭৩ মিনিটে গুনদোয়ান ম্যাচে তাঁর দ্বিতীয় গোল করেন। ৮৪ ও ৮৯ মিনিটে সিটির অপর দুই গোল করেন অস্কার বব ও রায়ান চেরকি। ৬-০ গোলে জিতে সিটি শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাসকে নিয়ে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে জুভেন্টাস। অন্যদিকে গ্রুপের অপর দুই দল আল আইন, উইদাদ—দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচই হেরে গিয়েছে। তাদের বিদায়ঘণ্টাও বেজে গেছে। বৃহস্পতিবার ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিটি-জুভেন্টাস। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে