একের পর এক শিরোপা জয়ে ‘রয়্যাল মাদ্রিদ’ উপাধি আগেই পেয়েছে রিয়াল মাদ্রিদ। মাঠের ফুটবলে রেকর্ডের পর আর্থিক দিক থেকেও রেকর্ড করেছে স্প্যানিশ ক্লাবটি। ২০২৩-২৪ অর্থবছরে ১৩ হাজার কোটিরও বেশি টাকা আয় করেছে রিয়াল।
রিয়াল পরশু রাতে নিজেদের ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের হিসেব দেখিয়েছে। তাতে দেখা গেল, সবশেষ অর্থবছরে ক্লাবটি রাজস্ব আয় করেছে ১০৭ কোটি ৩০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ১৩ হাজার ৬০৬ কোটি ১৩ লাখ টাকা। প্রথম ফুটবল ক্লাব হিসেবে ১০০ কোটি বা তাঁর বেশি ইউরো আয়ের রেকর্ড গড়ল রিয়াল। ২০২২-২৩ অর্থ বছরে ৮৪ কোটি ৩০ লাখ ইউরো আয় করেছিল স্প্যানিশ ক্লাবটি। এক বছর ব্যবধানে রেকর্ড গড়ার পর রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৩–২৪ অর্থবছরে মোট পরিচালনার ক্ষেত্রে আয় হয়েছে ১০৭ কোটি ৩০ লাখ ইউরো। যা ২০২২–২৩ অর্থবছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। যেকোনো ফুটবল ক্লাবের জন্য তা অসাধারণ এক সংখ্যা।’
২০২৪-২৫ মৌসুম শুরুর আগে কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি লুকা মদরিচের সঙ্গে চুক্তি বাড়িয়েছে। ক্রোয়াট মিডফিল্ডারকে অধিনায়ক নির্বাচিত করেছে রিয়াল। এছাড়া হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু নতুন সাজে তৈরি করার কাজও চলছে। নতুন অর্থবছরে (২০২৪-২৫) রেকর্ডটা নতুন করে গড়ার প্রত্যাশা করছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি বলেছে, ‘রিয়াল মাদ্রিদের দল গঠন, ক্রীড়াক্ষেত্রে সাফল্য, নতুন সাজে সজ্জিত স্টেডিয়াম, ছবি সত্ত্ব থেকে আয়—সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে বাণিজ্যিকভাবে আমরা আরও লাভবান হব।’
করের থেকে ২০২৩-২৪ অর্থবছরে লাভ হয়েছে ১ কোটি ৬০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২০৩ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের চেয়ে তা ৩২ শতাংশ বেশি। রিয়াল ২০২৩-২৪ মৌসুমটা শেষ করেছে দারুণভাবে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সবশেষ অর্থ বছরে তিনটি মেজর টুর্নামেন্ট জেতে স্প্যানিশ ক্লাবটি। ক্লাবটির হয়ে স্মরণীয় বিদায় হয়েছে টনি ক্রুসের। ক্রুস পরবর্তীতে ইউরো দিয়ে ইতি টেনেছেন পেশাদার ফুটবল ক্যারিয়ারের।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে