
কাতার বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা বেড়ে যাচ্ছে। চার বছর পর আবারও বিশ্বমঞ্চে প্রিয় ফুটবলারদের দেখার জন্য নিজেদের প্রস্তুতিও সেরে নিচ্ছেন। এরই মধ্যে অনেক সমর্থক কাতারেও পাড়ি জমিয়েছেন। তবে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থকের জন্য একটি দুঃসংবাদ আছে।
দেশটির বুয়েনস আয়ার্স শহরের সরকার কালো তালিকার মাধ্যমে বিশ্বকাপের স্টেডিয়ামে ঢুকতে ৬ হাজার সমর্থকে নিষিদ্ধ করেছে। এই সমর্থকদের ওপর যে নিষেধাজ্ঞা আসবে তা আগে থেকেই জানা ছিল। কেননা, গত জুনে কাতার দূতাবাসের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করেছিল। চুক্তির মূল বিষয় ছিল আর্জেন্টিনার সহিংস সমর্থকেরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন।
নিষিদ্ধ ৬ হাজার সমর্থকদের অতীতের কর্মকাণ্ড বিবেচনা করেই বুয়েনস এইরেস সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। শহরটির বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো বলেছেন,‘সহিংস সমর্থকেরা এখানে ও কাতারে আছে। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই। আর সহিংস সমর্থকদের স্টেডিয়ামের বাইরে রাখতে চাই।’
সমর্থকদের নিষিদ্ধ করার বিষয়ে ডি’আলেসান্দ্রো আরও বলেছেন,‘এরা ‘বারাস’ (সহিংস সমর্থকগোষ্ঠীর ভক্ত) সমর্থকগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে সহিংস কর্মকাণ্ড চালান। ‘ট্র্যাপিটোস’-এর (রাস্তার নিষিদ্ধ ব্যবসা) মতো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। আর যারা নিজের জীবনযাপনের খরচ মেটাতে ব্যর্থ (বিচ্ছেদ হওয়া পিতা-মাতার) তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এই সমর্থকদের মধ্যে প্রায় ৩ হাজার ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য, যাদের স্থানীয় ফুটবল খেলা দেখার ক্ষেত্রেও নিষিদ্ধ করা হয়েছে। সমর্থকদের নিরাপত্তার বিষয়ে শুরু থেকেই কড়া অবস্থান নিয়ে আসছে কাতার বিশ্বকাপ কর্তৃপক্ষ। আর্জেন্টিনার এই সিদ্ধান্ত নিশ্চয়ই আয়োজকদের আরও সতর্ক রাখবে। বিশ্বকাপে কাতার নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে দায়িত্ব পালন করবেন বিভিন্ন দেশের পুলিশ বাহিনী।
বিশ্বকাপের পর্দা উঠবে ২০ নভেম্বর। আর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

কাতার বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা বেড়ে যাচ্ছে। চার বছর পর আবারও বিশ্বমঞ্চে প্রিয় ফুটবলারদের দেখার জন্য নিজেদের প্রস্তুতিও সেরে নিচ্ছেন। এরই মধ্যে অনেক সমর্থক কাতারেও পাড়ি জমিয়েছেন। তবে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থকের জন্য একটি দুঃসংবাদ আছে।
দেশটির বুয়েনস আয়ার্স শহরের সরকার কালো তালিকার মাধ্যমে বিশ্বকাপের স্টেডিয়ামে ঢুকতে ৬ হাজার সমর্থকে নিষিদ্ধ করেছে। এই সমর্থকদের ওপর যে নিষেধাজ্ঞা আসবে তা আগে থেকেই জানা ছিল। কেননা, গত জুনে কাতার দূতাবাসের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করেছিল। চুক্তির মূল বিষয় ছিল আর্জেন্টিনার সহিংস সমর্থকেরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন।
নিষিদ্ধ ৬ হাজার সমর্থকদের অতীতের কর্মকাণ্ড বিবেচনা করেই বুয়েনস এইরেস সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। শহরটির বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো বলেছেন,‘সহিংস সমর্থকেরা এখানে ও কাতারে আছে। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই। আর সহিংস সমর্থকদের স্টেডিয়ামের বাইরে রাখতে চাই।’
সমর্থকদের নিষিদ্ধ করার বিষয়ে ডি’আলেসান্দ্রো আরও বলেছেন,‘এরা ‘বারাস’ (সহিংস সমর্থকগোষ্ঠীর ভক্ত) সমর্থকগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে সহিংস কর্মকাণ্ড চালান। ‘ট্র্যাপিটোস’-এর (রাস্তার নিষিদ্ধ ব্যবসা) মতো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। আর যারা নিজের জীবনযাপনের খরচ মেটাতে ব্যর্থ (বিচ্ছেদ হওয়া পিতা-মাতার) তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এই সমর্থকদের মধ্যে প্রায় ৩ হাজার ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য, যাদের স্থানীয় ফুটবল খেলা দেখার ক্ষেত্রেও নিষিদ্ধ করা হয়েছে। সমর্থকদের নিরাপত্তার বিষয়ে শুরু থেকেই কড়া অবস্থান নিয়ে আসছে কাতার বিশ্বকাপ কর্তৃপক্ষ। আর্জেন্টিনার এই সিদ্ধান্ত নিশ্চয়ই আয়োজকদের আরও সতর্ক রাখবে। বিশ্বকাপে কাতার নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে দায়িত্ব পালন করবেন বিভিন্ন দেশের পুলিশ বাহিনী।
বিশ্বকাপের পর্দা উঠবে ২০ নভেম্বর। আর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৫ ঘণ্টা আগে