
এবারের মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গতকাল তাঁর এ ঘোষণায় হয়তো অবাকই হয়েছেন অল রেডদের সমর্থক। কেননা, জার্মান কোচের অধীনে অন্যরকম এক ফুটবল খেলা উপহার দিচ্ছিল ক্লাবটি।
ক্লপের কারণেই লিভারপুলের খেলার ধাঁচকে বলা হয় ‘রক অ্যান্ড রোল’। ৫৬ বছর বয়সী কোচের ঘোষণায় সমর্থকদের মন খারাপ হলেও খুশি হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন।
ক্লপ চলে যাওয়ার ঘোষণায় গার্দিওলা জানিয়েছেন, এখন আরেকটু শান্তিতে ঘুমাতে পারব। গতকাল এফএ কাপের ম্যাচে শেষ মুহূর্তে নাথান ১ গোল টটেনহামকে হারানোর পর এমনটি জানিয়েছেন তিনি। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে ধাক্কাও খেয়েছেন স্প্যানিশ কোচ, ‘কিছুটা ধাক্কা পেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
ক্লপের সঙ্গে দ্বৈরথটা মিস করবেন বলেও জানিয়েছেন গার্দিওলা। সঙ্গে তাঁর জন্য শুভকামনা জানিয়ে সিটির বস বলেছেন, ‘সে অবিশ্বাস্য একজন কোচ। তাকে কাছ থেকে না চিনলেও জানি সে অসাধারণ একজন মানুষও। তাকে সবাই মিস করবে। ব্যক্তিগতভাবে আমি মিস করব। তার জন্য শুভকামনা রইল।’
কোচিং ক্যারিয়ারজুড়েই একে অপরে দুজন দুজনের বড় প্রতিপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগের আগে গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন ক্লপ। সে বিষয়ে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘বুঝতে পারছি সে ম্যানসিটিতেও আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছে। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল তার দল লিভারপুল। ব্যক্তিগতভাবে সে আমার বড় প্রতিদ্বন্দ্বী। সেই ডর্টমুন্ড-বায়ার্ন আমল থেকে। সে ডর্টমুন্ডে থাকার সময় আমি বায়ার্নে ছিলাম।’

এবারের মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গতকাল তাঁর এ ঘোষণায় হয়তো অবাকই হয়েছেন অল রেডদের সমর্থক। কেননা, জার্মান কোচের অধীনে অন্যরকম এক ফুটবল খেলা উপহার দিচ্ছিল ক্লাবটি।
ক্লপের কারণেই লিভারপুলের খেলার ধাঁচকে বলা হয় ‘রক অ্যান্ড রোল’। ৫৬ বছর বয়সী কোচের ঘোষণায় সমর্থকদের মন খারাপ হলেও খুশি হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন।
ক্লপ চলে যাওয়ার ঘোষণায় গার্দিওলা জানিয়েছেন, এখন আরেকটু শান্তিতে ঘুমাতে পারব। গতকাল এফএ কাপের ম্যাচে শেষ মুহূর্তে নাথান ১ গোল টটেনহামকে হারানোর পর এমনটি জানিয়েছেন তিনি। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে ধাক্কাও খেয়েছেন স্প্যানিশ কোচ, ‘কিছুটা ধাক্কা পেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
ক্লপের সঙ্গে দ্বৈরথটা মিস করবেন বলেও জানিয়েছেন গার্দিওলা। সঙ্গে তাঁর জন্য শুভকামনা জানিয়ে সিটির বস বলেছেন, ‘সে অবিশ্বাস্য একজন কোচ। তাকে কাছ থেকে না চিনলেও জানি সে অসাধারণ একজন মানুষও। তাকে সবাই মিস করবে। ব্যক্তিগতভাবে আমি মিস করব। তার জন্য শুভকামনা রইল।’
কোচিং ক্যারিয়ারজুড়েই একে অপরে দুজন দুজনের বড় প্রতিপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগের আগে গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন ক্লপ। সে বিষয়ে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘বুঝতে পারছি সে ম্যানসিটিতেও আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছে। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল তার দল লিভারপুল। ব্যক্তিগতভাবে সে আমার বড় প্রতিদ্বন্দ্বী। সেই ডর্টমুন্ড-বায়ার্ন আমল থেকে। সে ডর্টমুন্ডে থাকার সময় আমি বায়ার্নে ছিলাম।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৫ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে