
কাতার বিশ্বকাপ জিতে সব অপূর্ণতা ঘুচে যায় লিওনেল মেসির। আরাধ্য ট্রফির কাছাকাছি গিয়ে ফিরে আসার পর অবশেষে গত বছর জিতেছেন বিশ্বকাপ। ক্যাবিনেটে তাঁর জমা হয়েছে অসংখ্য শিরোপা।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে মেসি গড়েছেন একের পর এক রেকর্ড। ‘রেকর্ডের বরপুত্র’ মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও, সিরোকে নিয়ে মায়ামিতে বেশ সুখেই আছেন। তাছাড়া ক্যারিয়ারের বাইরে পরিবার নিয়ে তেমন একটা কথাবার্তা বলেন না তিনি। এবার ওলগা চ্যানেলে বিখ্যাত স্ট্রিমার মিগ গ্রানাদোসের সঙ্গে পরিবার নিয়ে কথা বলে ভক্ত-সমর্থকদের যেন চমকে দিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমরা আরেকটি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছি। সেভাবে এখনো চেষ্টা করছি না। দেখি মেয়েসন্তান হয় কি না।’
সন্তানদের কতটা মেসি ভালোবাসেন, তা কারও অজানা নয়। নিজে অনুশীলন ক্যাম্পে গেলে ছেলেদের সঙ্গে নিয়ে যান। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ভাষ্য, ‘আমি যখন ছোট ছিলাম, আমাকে আমার মা-বাবা যা শিখিয়েছেন, তা-ই শেখানোর চেষ্টা করছি। আমি একজন ভালো বাবা। কারণ আমার মা-বাবা ভালো অভিভাবক।’
ম্যাচ খেলার কারণে বেশির ভাগ সময়ই বাসার বাইরে থাকতে হয় মেসিকে। তিন ছেলেকে সে সময় দেখাশোনা করেন রোকুজ্জো। স্ত্রীর প্রশংসা করে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমি তাকে (রোকুজ্জো) খুব শ্রদ্ধা করি। বাচ্চাদের সে ২৪ ঘণ্টা সময় দেয়। ম্যাচ, সফর, জাতীয় দল—নানা কারণে আমাকে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। মাঝেমধ্যে তা এক-দেড় মাসও হয়ে যায়। তখন সে বাচ্চাদের সঙ্গে থাকে।’

কাতার বিশ্বকাপ জিতে সব অপূর্ণতা ঘুচে যায় লিওনেল মেসির। আরাধ্য ট্রফির কাছাকাছি গিয়ে ফিরে আসার পর অবশেষে গত বছর জিতেছেন বিশ্বকাপ। ক্যাবিনেটে তাঁর জমা হয়েছে অসংখ্য শিরোপা।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে মেসি গড়েছেন একের পর এক রেকর্ড। ‘রেকর্ডের বরপুত্র’ মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও, সিরোকে নিয়ে মায়ামিতে বেশ সুখেই আছেন। তাছাড়া ক্যারিয়ারের বাইরে পরিবার নিয়ে তেমন একটা কথাবার্তা বলেন না তিনি। এবার ওলগা চ্যানেলে বিখ্যাত স্ট্রিমার মিগ গ্রানাদোসের সঙ্গে পরিবার নিয়ে কথা বলে ভক্ত-সমর্থকদের যেন চমকে দিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমরা আরেকটি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছি। সেভাবে এখনো চেষ্টা করছি না। দেখি মেয়েসন্তান হয় কি না।’
সন্তানদের কতটা মেসি ভালোবাসেন, তা কারও অজানা নয়। নিজে অনুশীলন ক্যাম্পে গেলে ছেলেদের সঙ্গে নিয়ে যান। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ভাষ্য, ‘আমি যখন ছোট ছিলাম, আমাকে আমার মা-বাবা যা শিখিয়েছেন, তা-ই শেখানোর চেষ্টা করছি। আমি একজন ভালো বাবা। কারণ আমার মা-বাবা ভালো অভিভাবক।’
ম্যাচ খেলার কারণে বেশির ভাগ সময়ই বাসার বাইরে থাকতে হয় মেসিকে। তিন ছেলেকে সে সময় দেখাশোনা করেন রোকুজ্জো। স্ত্রীর প্রশংসা করে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমি তাকে (রোকুজ্জো) খুব শ্রদ্ধা করি। বাচ্চাদের সে ২৪ ঘণ্টা সময় দেয়। ম্যাচ, সফর, জাতীয় দল—নানা কারণে আমাকে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। মাঝেমধ্যে তা এক-দেড় মাসও হয়ে যায়। তখন সে বাচ্চাদের সঙ্গে থাকে।’

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৯ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১২ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৩ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৪ ঘণ্টা আগে