তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে অনেক দিন নিখোঁজ ছিলেন ক্রিস্টিয়ান আতসু। অবশেষে আজ জানা গেল, তিনি মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে ঘানার এই ফুটবলারের মৃতদেহ।
আতসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এজেন্ট মুরাত উজুনমেহমেত। মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আতসুর নিথর দেহ পাওয়া গেছে। এখন বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাঁর ফোনও পাওয়া গেছে।’
এর আগে আতসুকে জীবিত উদ্ধারের কথা জানা গেলেও তথ্যটি ভুল ছিল। কয়েক দিন আগে এই ফুটবলারের জুতা পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। এমনকি ভূমিকম্পের আগের দিন ফ্রান্সের বিমানের টিকিট কেটেছিলেন আতসু। তবে খুব দ্রুতই তিনি তা বাতিল করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ খেলেছিলেন আতসু। ২৪ গোল করেছেন ও ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। ইংলিশ এই ক্লাবের হয়ে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। তুরস্কের ক্লাব হাতায়োস্পোরের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। ৪ ম্যাচে ১ গোল করেছেন ঘানার এই লেফট উইঙ্গার। আর আন্তর্জাতিক ফুটবলে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
আতসুর মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাব, সাবেক ক্লাবসহ সতীর্থরা। তাঁর সাবেক সতীর্থ চেলসির কিংবদন্তি জন টেরি বলেছেন, ‘শান্তিতে ঘুমাও বন্ধু।’
তুরস্কের ক্লাব হাতায়োস্পোর তাদের শিষ্যকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি সুন্দর মানুষ।’
সাবেক ক্লাব চেলসি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে চেলসির প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’
আতসুর আরেক সাবেক ক্লাব নিউক্যাসল লিখেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি হিসেবে সে আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের মনে সর্বদাই থাকবে। শান্তিতে বিশ্রাম করো ক্রিস্টিয়ান।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে