
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে অনেক দিন নিখোঁজ ছিলেন ক্রিস্টিয়ান আতসু। অবশেষে আজ জানা গেল, তিনি মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে ঘানার এই ফুটবলারের মৃতদেহ।
আতসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এজেন্ট মুরাত উজুনমেহমেত। মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আতসুর নিথর দেহ পাওয়া গেছে। এখন বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাঁর ফোনও পাওয়া গেছে।’
এর আগে আতসুকে জীবিত উদ্ধারের কথা জানা গেলেও তথ্যটি ভুল ছিল। কয়েক দিন আগে এই ফুটবলারের জুতা পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। এমনকি ভূমিকম্পের আগের দিন ফ্রান্সের বিমানের টিকিট কেটেছিলেন আতসু। তবে খুব দ্রুতই তিনি তা বাতিল করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ খেলেছিলেন আতসু। ২৪ গোল করেছেন ও ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। ইংলিশ এই ক্লাবের হয়ে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। তুরস্কের ক্লাব হাতায়োস্পোরের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। ৪ ম্যাচে ১ গোল করেছেন ঘানার এই লেফট উইঙ্গার। আর আন্তর্জাতিক ফুটবলে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
আতসুর মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাব, সাবেক ক্লাবসহ সতীর্থরা। তাঁর সাবেক সতীর্থ চেলসির কিংবদন্তি জন টেরি বলেছেন, ‘শান্তিতে ঘুমাও বন্ধু।’
তুরস্কের ক্লাব হাতায়োস্পোর তাদের শিষ্যকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি সুন্দর মানুষ।’
সাবেক ক্লাব চেলসি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে চেলসির প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’
আতসুর আরেক সাবেক ক্লাব নিউক্যাসল লিখেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি হিসেবে সে আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের মনে সর্বদাই থাকবে। শান্তিতে বিশ্রাম করো ক্রিস্টিয়ান।’

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে অনেক দিন নিখোঁজ ছিলেন ক্রিস্টিয়ান আতসু। অবশেষে আজ জানা গেল, তিনি মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে ঘানার এই ফুটবলারের মৃতদেহ।
আতসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এজেন্ট মুরাত উজুনমেহমেত। মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আতসুর নিথর দেহ পাওয়া গেছে। এখন বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাঁর ফোনও পাওয়া গেছে।’
এর আগে আতসুকে জীবিত উদ্ধারের কথা জানা গেলেও তথ্যটি ভুল ছিল। কয়েক দিন আগে এই ফুটবলারের জুতা পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। এমনকি ভূমিকম্পের আগের দিন ফ্রান্সের বিমানের টিকিট কেটেছিলেন আতসু। তবে খুব দ্রুতই তিনি তা বাতিল করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ খেলেছিলেন আতসু। ২৪ গোল করেছেন ও ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। ইংলিশ এই ক্লাবের হয়ে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। তুরস্কের ক্লাব হাতায়োস্পোরের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। ৪ ম্যাচে ১ গোল করেছেন ঘানার এই লেফট উইঙ্গার। আর আন্তর্জাতিক ফুটবলে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
আতসুর মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাব, সাবেক ক্লাবসহ সতীর্থরা। তাঁর সাবেক সতীর্থ চেলসির কিংবদন্তি জন টেরি বলেছেন, ‘শান্তিতে ঘুমাও বন্ধু।’
তুরস্কের ক্লাব হাতায়োস্পোর তাদের শিষ্যকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি সুন্দর মানুষ।’
সাবেক ক্লাব চেলসি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে চেলসির প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’
আতসুর আরেক সাবেক ক্লাব নিউক্যাসল লিখেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি হিসেবে সে আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের মনে সর্বদাই থাকবে। শান্তিতে বিশ্রাম করো ক্রিস্টিয়ান।’

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে