
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে