
এক ড্রোন-কাণ্ডের কারণে প্যারিস অলিম্পিকে বেশ বিপাকে পড়েছে কানাডা নারী ফুটবল দল। কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছর নিষিদ্ধ করার পাশাপাশি দলটির ৬ পয়েন্ট কেটেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ফিফার শাস্তির বিরুদ্ধে তাই আপিল করল কানাডা।
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) গত রাতে কানাডার আপিলের কথা নিশ্চিত করেছে। সিএএসের বিবৃতিতে জানানো হয়েছে, পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি পুরোপুরি বাতিল করা অথবা শাস্তি কমানোর কথা বলছে কানাডা। কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) এক বিবৃতিতে বলেছে, ‘দিনের শুরুতে কানাডিয়ান অলিম্পিক কমিটি ও কানাডা সকার ফিফার ৬ পয়েন্ট কেটে নেওয়ার বিরুদ্ধে আপিল করেছে। আমাদের মনে হয়েছে, খেলোয়াড়দের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, যারা এসব কাজে জড়িত নয়। নিউজিল্যান্ড ম্যাচে স্বচ্ছতা ধরে রাখার যে প্রসঙ্গে বলা হয়েছে, তা থেকে অনেক দূরে। অলিম্পিক গেমসের প্যারিসে ক্রীড়া আদালতের অ্যাড হক ট্রাইবুনালে আপিলের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।’
আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত সিএএস বুধবার ব্রিটিশ টাইম বেলা ১১টায় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সময় তা বিকাল ৪টা। এদিন রাতেই ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। যদি শাস্তি মওকুফের সুসংবাদ ম্যাচের আগে কানাডা পেয়ে যায়, তাহলে তো কথাই নেই। কারণ দলটি দুই ম্যাচ জিতলেও বর্তমানে তারা শূন্য পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার ৩ নম্বরে রয়েছে। কলম্বিয়া, ফ্রান্স দুটি দলই ৩ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে রয়েছে। শূন্য থেকে শুরু করলে কানাডাকে জিততেই হবে কলম্বিয়ার বিপক্ষে। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে কলম্বিয়াকে পেছনে ফেলবে কানাডা। পাশাপাশি কানাডার ভক্ত-সমর্থকদের প্রার্থনা করতে হবে, যাতে ফ্রান্স জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ ম্যাচ খেলে এখনো কোনো পয়েন্ট জোগাড় করতে পারেনি নিউজিল্যান্ড।
প্রিস্টম্যানকে নিষিদ্ধ ও ৬ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি ফিফা শনিবার রাতে দিয়েছে কানাডা নারী ফুটবল দলকে। পাশাপাশি ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। তবে কোচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিল করেনি কানাডা।
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরি চলে যায় প্রিস্টম্যানের।
আরও পড়ুন–

এক ড্রোন-কাণ্ডের কারণে প্যারিস অলিম্পিকে বেশ বিপাকে পড়েছে কানাডা নারী ফুটবল দল। কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছর নিষিদ্ধ করার পাশাপাশি দলটির ৬ পয়েন্ট কেটেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ফিফার শাস্তির বিরুদ্ধে তাই আপিল করল কানাডা।
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) গত রাতে কানাডার আপিলের কথা নিশ্চিত করেছে। সিএএসের বিবৃতিতে জানানো হয়েছে, পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি পুরোপুরি বাতিল করা অথবা শাস্তি কমানোর কথা বলছে কানাডা। কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) এক বিবৃতিতে বলেছে, ‘দিনের শুরুতে কানাডিয়ান অলিম্পিক কমিটি ও কানাডা সকার ফিফার ৬ পয়েন্ট কেটে নেওয়ার বিরুদ্ধে আপিল করেছে। আমাদের মনে হয়েছে, খেলোয়াড়দের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, যারা এসব কাজে জড়িত নয়। নিউজিল্যান্ড ম্যাচে স্বচ্ছতা ধরে রাখার যে প্রসঙ্গে বলা হয়েছে, তা থেকে অনেক দূরে। অলিম্পিক গেমসের প্যারিসে ক্রীড়া আদালতের অ্যাড হক ট্রাইবুনালে আপিলের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।’
আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত সিএএস বুধবার ব্রিটিশ টাইম বেলা ১১টায় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সময় তা বিকাল ৪টা। এদিন রাতেই ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। যদি শাস্তি মওকুফের সুসংবাদ ম্যাচের আগে কানাডা পেয়ে যায়, তাহলে তো কথাই নেই। কারণ দলটি দুই ম্যাচ জিতলেও বর্তমানে তারা শূন্য পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার ৩ নম্বরে রয়েছে। কলম্বিয়া, ফ্রান্স দুটি দলই ৩ পয়েন্ট নিয়ে প্রথম দুইয়ে রয়েছে। শূন্য থেকে শুরু করলে কানাডাকে জিততেই হবে কলম্বিয়ার বিপক্ষে। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে কলম্বিয়াকে পেছনে ফেলবে কানাডা। পাশাপাশি কানাডার ভক্ত-সমর্থকদের প্রার্থনা করতে হবে, যাতে ফ্রান্স জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ ম্যাচ খেলে এখনো কোনো পয়েন্ট জোগাড় করতে পারেনি নিউজিল্যান্ড।
প্রিস্টম্যানকে নিষিদ্ধ ও ৬ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি ফিফা শনিবার রাতে দিয়েছে কানাডা নারী ফুটবল দলকে। পাশাপাশি ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। তবে কোচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো আপিল করেনি কানাডা।
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরি চলে যায় প্রিস্টম্যানের।
আরও পড়ুন–

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩৭ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে