Ajker Patrika

বার্সাকে ছাড়িয়ে যাওয়ার পরও আনচেলত্তির দুশ্চিন্তা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ১৩
বার্সাকে ছাড়িয়ে যাওয়ার পরও আনচেলত্তির দুশ্চিন্তা

গত মৌসুমের মতো এ মৌসুমেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে চলছে ‘ইঁদুর-বিড়াল প্রতিযোগিতা’। লা লিগার পয়েন্ট তালিকায় কখনো রিয়াল এগিয়ে যাচ্ছে, কখনো বার্সা। গতকাল সান্টিয়াগো বার্নাব্যুতে লাস পালমাসকে হারিয়েছে রিয়াল। এতে পয়েন্ট তালিকায় পেছনে পড়েছে বার্সা। তবে পালমাসকে হারানোর পরও দুশ্চিন্তা রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। 

রোববার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল রিয়াল, যা ছিল চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের প্রথম হার। ম্যাচটি হয়েছিল আতলেতিকোর মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে। পরের ম্যাচেই আবার ঘুরে দাঁড়ায় রিয়াল। লা লিগার ম্যাচে গতকাল ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল। গোল ২টি করেছেন ব্রাহিম দিয়াজ ও হোসেলু, যার মধ্যে এই মৌসুমে প্রথমবার শুরুর একাদশে খেলেছেন দিয়াজ। 

২-০ গোলে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্টে শীর্ষে জিরোনা আর ১৭ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। তবে পয়েন্ট তালিকায় এগিয়ে গেলেও গতকালের ম্যাচ নিয়ে আনচেলত্তির দুশ্চিন্তা রয়েছে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে লাস পালমাস ভয় ধরিয়ে দিয়েছিল রিয়ালকে। যেখানে রিয়াল বল দখলে রেখেছিল ৪৭ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৯টি শট করেছিল। গোলের বেশ কিছু সুযোগ হাতছাড়া করে আনচেলত্তির দল। অন্যদিকে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে লাস পালমাস ভয় ধরিয়ে দিয়েছিল রিয়ালকে। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘দ্বিতীয়ার্ধের শেষের পারফরম্যান্স নিয়ে বেশ চিন্তিত আমি। যখন আমাদের খেলার গতি অনেক কমে গেছে। ম্যাচে আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এটা নিয়েই আমি বেশ চিন্তিত। আমরা প্রথমে গোল খাওয়ার সমস্যা এড়াতে পেরেছি। প্রথমার্ধে সঠিক পাসের অভাব ছিল আর দ্বিতীয়ার্ধে ছিল গতির অভাব।’ 

মন্টিলিভি স্টেডিয়ামে পরশু লা লিগায় জিরোনার বিপক্ষে খেলবে রিয়াল। এরপর ৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে নাপোলির বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। ৭ অক্টোবর সান্টিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ খেলবে রিয়াল। ৮ দিনের ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হবে রিয়ালকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত