
ফিফা বিশ্বকাপের পর কোপা আমেরিকা—সমর্থকদের শুধু হতাশই করেছে ব্রাজিল। টানা গত চার ম্যাচ ছিল জয়শূন্য। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বেও দুঃসময় পার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আজ ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ছয় ম্যাচের মধ্যে তিন হার, এক ড্র ও দুটি ম্যাচ জিতেছিল ব্রাজিল। নিজেদের মাঠ কৌতে পেরেইরায় রদ্রিগোর করা একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।
বল দখল, গোলের সুযোগ তৈরি ও লক্ষ্যে শটের বিবেচনায় কিছুটা এগিয়ে ব্রাজিল। ৫৮ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়েছে তারা, ৩টি শট ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের মাঠে ইকুয়েডরও দারুণ খেলেছে। ৪২ শতাংশ বল দখলে রেখে গোলের লক্ষ্যে শট নিয়েছিল ৯টি, ২টি শট ছিল গোলপোস্টে।
খেলার তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রিকিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল। ৯ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস।
৩০তম মিনিটে আর রদ্রিগোকে ঠেকাতে পারেননি ইকুয়েডর গোলরক্ষক। মিডফিল্ডার লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ সময়ে ইকুয়েডরের মোইসেস কেইসেদোর শট ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস গোললাইন থেকে ফিরিয়ে না দিতে পারলে খেলার চিত্র ভিন্ন হতে পারত।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্রাজিলের তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বল পায়ে বেরিয়ে যান ইকুয়েডর ফরোয়ার্ড কেভিন রদ্রিগেস। অনেকটা এগিয়ে গিয়ে ডি বক্সের মাথায় পাস দেন কেইসেদোকে। চেলসি মিডফিল্ডারের প্রথম শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। ফিরতি বল পেয়ে আবারও শট নিলে গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি না কোনো দলই। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচে তৃতীয় জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার ছয় থেকে ৪ নম্বরে উঠে এলেন দরিভালের শিষ্যরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়েডর। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দিনের অন্য দুটি ম্যাচ হয়েছে ড্র। উরুগুয়ে ও প্যারাগুয়ের ম্যাচ গোলশূন্য এবং পেরু ও কলম্বিয়ার ম্যাচ ১-১ সমতায় শেষ হয়েছে।

ফিফা বিশ্বকাপের পর কোপা আমেরিকা—সমর্থকদের শুধু হতাশই করেছে ব্রাজিল। টানা গত চার ম্যাচ ছিল জয়শূন্য। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বেও দুঃসময় পার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আজ ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ছয় ম্যাচের মধ্যে তিন হার, এক ড্র ও দুটি ম্যাচ জিতেছিল ব্রাজিল। নিজেদের মাঠ কৌতে পেরেইরায় রদ্রিগোর করা একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।
বল দখল, গোলের সুযোগ তৈরি ও লক্ষ্যে শটের বিবেচনায় কিছুটা এগিয়ে ব্রাজিল। ৫৮ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়েছে তারা, ৩টি শট ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের মাঠে ইকুয়েডরও দারুণ খেলেছে। ৪২ শতাংশ বল দখলে রেখে গোলের লক্ষ্যে শট নিয়েছিল ৯টি, ২টি শট ছিল গোলপোস্টে।
খেলার তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রিকিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল। ৯ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস।
৩০তম মিনিটে আর রদ্রিগোকে ঠেকাতে পারেননি ইকুয়েডর গোলরক্ষক। মিডফিল্ডার লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ সময়ে ইকুয়েডরের মোইসেস কেইসেদোর শট ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস গোললাইন থেকে ফিরিয়ে না দিতে পারলে খেলার চিত্র ভিন্ন হতে পারত।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্রাজিলের তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বল পায়ে বেরিয়ে যান ইকুয়েডর ফরোয়ার্ড কেভিন রদ্রিগেস। অনেকটা এগিয়ে গিয়ে ডি বক্সের মাথায় পাস দেন কেইসেদোকে। চেলসি মিডফিল্ডারের প্রথম শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। ফিরতি বল পেয়ে আবারও শট নিলে গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি না কোনো দলই। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচে তৃতীয় জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার ছয় থেকে ৪ নম্বরে উঠে এলেন দরিভালের শিষ্যরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়েডর। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দিনের অন্য দুটি ম্যাচ হয়েছে ড্র। উরুগুয়ে ও প্যারাগুয়ের ম্যাচ গোলশূন্য এবং পেরু ও কলম্বিয়ার ম্যাচ ১-১ সমতায় শেষ হয়েছে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে