একসঙ্গে ইউরোপীয় ফুটবলে দুই দশক রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এ সময়ে অনেকবারই একে অপরের মুখোমুখি হয়েছিলেন দুই কিংবদন্তি ফুটবলার। ২০০৯ সালে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় প্রায় এক দশক লা লিগার সমর্থকদের রোমাঞ্চ উপহার দিয়েছেন দুজনে।
প্রতি মৌসুমে কমপক্ষে ২ বার একে অপরের মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। লিগের ম্যাচের বাইরে অন্য টুর্নামেন্টের ম্যাচেও দেখা হতো তাঁদের। এতে করে এল ক্লাসিকো ম্যাচের রোমাঞ্চ বেড়ে গিয়েছিল অন্যরকম। কিন্তু সেই সব এখন অতীত। এক মহাদেশ ছেড়ে এখন দুজন দুই মহাদেশের বাসিন্দা।
সবশেষ বছরের শুরুতে আল নাসরে যোগ দিয়ে এশিয়ার ফুটবল মাতাচ্ছেন রোনালদো। অন্যদিকে গত বছরের মাঝামাঝি সময় ইন্টার মায়ামিতে যোগ দিয়ে আমেরিকান ফুটবলে জোয়ার সৃষ্টি করেছেন মেসি। এতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা একদমই কম।
সে দিক থেকে প্রাক-মৌসুমের ম্যাচগুলো মিটিমিটি করে মেসি-রোনালদোর দ্বৈরথ হওয়ার আশার আলো দেখায়। গত বছর যেমন আল নাসরের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে একটা ম্যাচ খেলেছিল পিএসজি। তখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আবারও দেখা হয়েছিল। আগামী ১ ফেব্রুয়ারিতে আবারও তেমনি এক ম্যাচ হওয়ার কথা মেসি ও রোনালদোর বর্তমান দল আল নাসর ও মায়ামির মধ্যে। কিন্তু সময় ঘনিয়ে আসার মাঝে পথ বেঁকে বসেছে রোনালদোর চোট। পায়ের পেশির চোটে ভোগায় মায়ামির বিপক্ষে রোনালদোর খেলার সম্ভাবনা নাকি কম। সৌদি আরবের সংবাদমাধ্যম অ্যারাবিক স্পোর্টসের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ‘এএস’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই মুহূর্তে পায়ের পেশির চোটে ভুগছেন রোনালদো। চোট থেকে সেরে উঠতে দুই সপ্তাহ লাগতে পারে রোনালদোর। এ কারণেই মায়ামির সঙ্গে আল নাসরের একাদশে তাঁকে দেখা নাও যেতে পারে।
অবশ্য শুধু মিয়ামির বিপক্ষেই নয়, রোনালদো মিস করতে পারেন চীন সফরও। চীনে দুইটি প্রীতি ম্যাচ খেলার কথা পাঁচবারের ব্যালন ডি অরজয়ীর। ২৪ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে ম্যাচ রয়েছে আল নাসর। সিআর সেভেনের চোট নিয়ে এখনো অবশ্য কিছু জানায়নি সৌদি আরবের ক্লাব। গত ৩০ ডিসেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছেন ৫৪ গোলে ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে