Ajker Patrika

চোটে পড়ায় নাম প্রত্যাহার করলেন হালান্ড 

চোটে পড়ায় নাম প্রত্যাহার করলেন হালান্ড 

ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম জাতীয় দলেও নিয়ে যাওয়ার আশা করেছিলেন আর্লিং হালান্ড। তবে সেই সুযোগ আপাতত তিনি পাচ্ছেন না। কুচকির চোটে পড়ে নরওয়ের ইউরো বাছাইপর্বের দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন এই ফরোয়ার্ড।

আগামী শনিবার লা রোসালেরা স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে খেলবে নরওয়ে। ধারণা করা হয়েছিল, এর আগেই হালান্ড সুস্থ হয়ে উঠবেন। পরে জানা গেল, তাঁর চোট সহজে সেরে ওঠার নয়। এমনকি আগামী মঙ্গলবার জর্জিয়ার বিপক্ষে ম্যাচেও খেলতে পারছেন না হালান্ড। নরওয়ে জাতীয় দলের চিকিৎসক ওলা স্যান্ড বলেন, ‘আমরা আশা করেছিলাম যে এই চোট শনিবার পর্যন্ত থাকবে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম যে স্পেন এবং জর্জিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন না। ক্লাবেই তার চিকিৎসা করালে ভালো হবে।’ 

২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেছেন হালান্ড। চলতি মৌসুমে সিটির জার্সিতে ৩৭ ম্যাচে করেছেন ৪২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। এরই মধ্যে সিটির জার্সিতে ৬ হ্যাটট্রিক করেছেন এই সেন্টার ফরোয়ার্ড। আর নরওয়ের হয়ে ২৩ ম্যাচে করেছেন ২১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত