
চোট পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নতুন নয় নেইমারের জন্য। ক্যারিয়ারের পুরোটা সময় তাঁর কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। পার্ক দে প্রিন্সেসে ব্রাজিলিয়ান সুপারস্টারের ছিটকে যাওয়া মানে প্রতিপক্ষের আনন্দ। তেমনটা দেখা গেল এবারও।
ফ্রেঞ্চ ফুটবলে পিএসজির চির প্রতিদ্বন্দ্বী মার্শেই। এই দুই দলের ধ্রুপদী লড়াইয়ের পোশাকি নাম ‘দ্য ক্লাসিক’। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ছিটকে যাওয়ায় ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ক্রিস্তোফ দুগারি খুশি হবেন সেটিই তো স্বাভাবিক। তবে বার্সেলোনা, বোর্দো ও মার্শেইয়ের সাবেক এই ফরোয়ার্ড আনন্দিত নেইমারকে ছাড়া পিএসজির ভবিষ্যত সৌভাগ্যের কথা চিন্তা করে।
গোড়ালির চোটে পড়ে চলতি মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। গত মাসে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে। রেকর্ড ২০০ মিলিয়ন ইউরো ডলারের এই তারকাকে ৩ থেকে ৪ মাস থাকতে হবে মাঠের বাইরে। গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপাচার করতে হবে তাঁর।
প্রতিপক্ষ দলের সমর্থক হোক, তারপরও নেইমারের এমন চোটে কোথায় একটু সমবেদনা জানাবেন দুগারি, উল্টো ব্রাজিলিয়ান তারকার দুর্দশা নিয়ে উদ্যাপন করেছেন তিনি। একেই বলে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। নেইমারকে ছাড়ায় বাকি ম্যাচগুলোতে ফরাসি চ্যাম্পিয়নদের খেলতে হওয়ায় খুশি তিনি। দুগারি জানান, নেইমারকে ছাড়ায় ভালো খেলে ক্রিস্তোফ গালতিয়েরের দল।
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—ফরাসি ফুটবলের তো বটে আক্রমণভাগে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জুটি এটি। তারপরও এই মৌসুমে বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে তাঁরা। তবে নেইমার ছিটকে যাওয়ার পর লিগে মার্শেইয়ের বিপক্ষে ৩-৫-২ ফর্মেশনে খেলে ৩-০ গোলে জিতেছে পিএসজি। সেই সাফল্য গালতিয়েরের শিষ্যরা টেনে এনে গত শনিবার নঁতেকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে। মেসি ও এমবাপ্পে দুজনই পান জালের দেখা।
নেইমারকে ছাড়া প্যারিসিয়ানদের এমন চেনা ছন্দে দেখে খুশি দুগারি। আরএমসি স্পোর্টকে তিনি বলেন, ‘নেইমার চোট পাওয়ায় আমি খুশি। আমি মনে করি, এটা পিএসজির জন্য অবিশ্বাস্য সুযোগ। ভাগ্যের আশ্চর্যজনক স্ট্রোক ক্রিস্তোফ গালতিয়েরের জন্য। এই দল পাঁচ ডিফেন্ডার, তিন মিডফিল্ডার এবং সামনে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে নিয়ে আগের চেয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল।’
নেইমারকে আর পিএসজির জার্সিতে দেখতে না চেয়ে দুগারি আরও বলেন, ‘আমি আর তাকে দেখাটা সহ্য করতে পারি না। আমি তার পাশে আর দাঁড়াতে চাই না। সেই ড্রিবলিং ও মানসিকতার জন্য তাকে অসহ্যকর লাগে। আমি তাকে আর মাঠে দেখতে চাই না, আমি ক্লান্ত।’
পিএসজিতে নেইমারের অভাবটা বুঝতে দিচ্ছেন না আক্রমণভাগে তাঁর দুই সতীর্থ মেসি ও এমবাপ্পে। গালতিয়ের আক্রমণভাগে শক্তি বাড়ানোর জন্য এই দুজনের সঙ্গে রাখছেন ২০ বছর বয়সী স্ট্রাইকার হুগো এতিক্কেকে। আজ রাতে নেইমারকে ছাড়ায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউখের বিপক্ষে তাদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। সেই ম্যাচে খেলেছিলেন নেইমারও।

চোট পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নতুন নয় নেইমারের জন্য। ক্যারিয়ারের পুরোটা সময় তাঁর কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। পার্ক দে প্রিন্সেসে ব্রাজিলিয়ান সুপারস্টারের ছিটকে যাওয়া মানে প্রতিপক্ষের আনন্দ। তেমনটা দেখা গেল এবারও।
ফ্রেঞ্চ ফুটবলে পিএসজির চির প্রতিদ্বন্দ্বী মার্শেই। এই দুই দলের ধ্রুপদী লড়াইয়ের পোশাকি নাম ‘দ্য ক্লাসিক’। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ছিটকে যাওয়ায় ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ক্রিস্তোফ দুগারি খুশি হবেন সেটিই তো স্বাভাবিক। তবে বার্সেলোনা, বোর্দো ও মার্শেইয়ের সাবেক এই ফরোয়ার্ড আনন্দিত নেইমারকে ছাড়া পিএসজির ভবিষ্যত সৌভাগ্যের কথা চিন্তা করে।
গোড়ালির চোটে পড়ে চলতি মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। গত মাসে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে। রেকর্ড ২০০ মিলিয়ন ইউরো ডলারের এই তারকাকে ৩ থেকে ৪ মাস থাকতে হবে মাঠের বাইরে। গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপাচার করতে হবে তাঁর।
প্রতিপক্ষ দলের সমর্থক হোক, তারপরও নেইমারের এমন চোটে কোথায় একটু সমবেদনা জানাবেন দুগারি, উল্টো ব্রাজিলিয়ান তারকার দুর্দশা নিয়ে উদ্যাপন করেছেন তিনি। একেই বলে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। নেইমারকে ছাড়ায় বাকি ম্যাচগুলোতে ফরাসি চ্যাম্পিয়নদের খেলতে হওয়ায় খুশি তিনি। দুগারি জানান, নেইমারকে ছাড়ায় ভালো খেলে ক্রিস্তোফ গালতিয়েরের দল।
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—ফরাসি ফুটবলের তো বটে আক্রমণভাগে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জুটি এটি। তারপরও এই মৌসুমে বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে তাঁরা। তবে নেইমার ছিটকে যাওয়ার পর লিগে মার্শেইয়ের বিপক্ষে ৩-৫-২ ফর্মেশনে খেলে ৩-০ গোলে জিতেছে পিএসজি। সেই সাফল্য গালতিয়েরের শিষ্যরা টেনে এনে গত শনিবার নঁতেকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে। মেসি ও এমবাপ্পে দুজনই পান জালের দেখা।
নেইমারকে ছাড়া প্যারিসিয়ানদের এমন চেনা ছন্দে দেখে খুশি দুগারি। আরএমসি স্পোর্টকে তিনি বলেন, ‘নেইমার চোট পাওয়ায় আমি খুশি। আমি মনে করি, এটা পিএসজির জন্য অবিশ্বাস্য সুযোগ। ভাগ্যের আশ্চর্যজনক স্ট্রোক ক্রিস্তোফ গালতিয়েরের জন্য। এই দল পাঁচ ডিফেন্ডার, তিন মিডফিল্ডার এবং সামনে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে নিয়ে আগের চেয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল।’
নেইমারকে আর পিএসজির জার্সিতে দেখতে না চেয়ে দুগারি আরও বলেন, ‘আমি আর তাকে দেখাটা সহ্য করতে পারি না। আমি তার পাশে আর দাঁড়াতে চাই না। সেই ড্রিবলিং ও মানসিকতার জন্য তাকে অসহ্যকর লাগে। আমি তাকে আর মাঠে দেখতে চাই না, আমি ক্লান্ত।’
পিএসজিতে নেইমারের অভাবটা বুঝতে দিচ্ছেন না আক্রমণভাগে তাঁর দুই সতীর্থ মেসি ও এমবাপ্পে। গালতিয়ের আক্রমণভাগে শক্তি বাড়ানোর জন্য এই দুজনের সঙ্গে রাখছেন ২০ বছর বয়সী স্ট্রাইকার হুগো এতিক্কেকে। আজ রাতে নেইমারকে ছাড়ায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউখের বিপক্ষে তাদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। সেই ম্যাচে খেলেছিলেন নেইমারও।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে