আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের পর প্রায় দুবছর হতে চলেছে। তবু ধ্রুপদী শিরোপা নির্ধারণী ম্যাচের ঘটনা কি আর এত সহজে ভোলা যায়! সেই ম্যাচের পর ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। ফুটবল, রাগবি যেকোনো ম্যাচেই দুই দল মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।
এবারের কোপা আমেরিকার পর ফ্রান্স-আর্জেন্টিনার সম্পর্কে আরও ফাটল ধরতে থাকে। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ১৫ জুলাই কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান প্রচারিত হয় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম লাইভ থেকে। এরপরই ঘটে গেছে তুলকালাম কাণ্ড। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে বোর্দোতে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচেও ফ্রান্সের ভক্ত-সমর্থকেরা যে তেতে থাকবেন, সেটা সহজেই অনুমেয়। আর্জেন্টিনার গোলরক্ষক হেরোনিমো রুলি বলেছেন,‘আমাদের ধারণা হচ্ছে পরিস্থিতি বিরূপ হতে পারে। অন্য ক্ষেত্রে তেমন কিছু হয় না। তবে আমাদের বিপক্ষে আরও খারাপ কিছু হতে পারে।’
লুসাইলের ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনালের রেশ তো এখনো কাটেনি। স্টেদি দি ফ্রান্সের প্রায় ৭০ হাজার দর্শক আর্জেন্টিনার সাত রাগবি খেলোয়াড়কে বাজেভাবে কৌতুক করেছেন। রাগবির ঘটনার পুনরাবৃত্তি অলিম্পিক ফুটবলেও হতে পারে বলে মনে করেন রুলি। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন,‘আমরা মাঠে গেলে জাতীয় সঙ্গীতের সময় তারা দুয়োধ্বনি দিতে পারে। তারা যেমনটা আমাদের রাগবি দলের বিপক্ষে করেছে। এটা আমাদের বিপক্ষে না। কিন্তু বিশ্বকাপ এবং তারপর যা ঘটেছে সেগুলোর বিপক্ষে। যা-ই হোক, ভালো ম্যাচ হবে আশা করি।’
ফুটবলে ২০২২ ফাইনালের পর এবারই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। লড়াইটা উপভোগ্য হবে বলে মনে করেন রুলি,‘ম্যাচটা বিশেষ হতে যাচ্ছে। কারণ এটা বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ম্যাচ। গত কয়েক মাসের বিভিন্ন প্রেক্ষাপটের পর মুখোমুখি হচ্ছে তারা। আমরা আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে