Ajker Patrika

হাত জীবাণুমুক্ত করতে না পেরে খেপেছেন লিভারপুল কোচ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ২৮
হাত জীবাণুমুক্ত করতে না পেরে খেপেছেন লিভারপুল কোচ

টটেনহাম হটস্পার্সের বিপক্ষে তাদের মাঠে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এই ম্যাচে রেফারির দেওয়া একাধিক ‘বিতর্কিত’ সিদ্ধান্ত নিয়ে ম্যাচ পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপও। 

ক্লপের সেই ক্ষোভ আরও বেড়েছে টটেনহামের সংবাদ সম্মেলন গিয়ে। করোনায় মারাত্মকভাবে বিপর্যস্ত হওয়ার পরও সংবাদ সম্মেলনকক্ষে হ্যান্ড স্যানিটাইজার না পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন ক্লপ। 

ব্রিটেনে নতুন করে করোনার বিস্তৃতির পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টটেনহাম। এখন পর্যন্ত একাধিক ম্যাচ বাতিল হয়েছে দলটির। এই ইস্যুতে উয়েফা কনফারেন্স লিগ থেকেও ছিটকে গেছে স্পার্সরা। আর এমন পরিস্থিতিতে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে না পেরে খেপেছেন ক্লপ। লিভারপুল বস বলেন, ‘আমি সত্যিকার অর্থেই মনে করি, এই কক্ষে স্যানিটাইজার থাকা উচিত ছিল। আসলেই আমার মনে হয় এটা থাকলে ভালো হতো।’ 

স্পার্সদের একের পর এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে ক্লপ আরও বলেন, ‘এখানে ১৩ জন বা আরও বেশিজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এর মধ্যে আমাকে চেয়ার স্পর্শ (হাত জীবাণুমুক্ত করা ছাড়া) করতে হচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্লপ। ম্যাচের গুরুত্বপূর্ণ সবগুলো সিদ্ধান্ত তাঁর দলের বিপক্ষে গিয়েছে বলে মন্তব্য করেছেন এই জার্মান কোচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত